কলকাতা : পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই মাঘে শীতের দাপট। সকাল থেকেই শীতের শিরশিরানি। আজও তেরো ডিগ্রির নfচে রয়েছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বেলা বাড়লেও থাকবে শীতের আমেজ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ বজায় থাকবে আরও একদিন। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,

  • নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার জেরে বাধা পাবে উত্তুরে হাওয়া।
  • ফের বাড়বে তাপমাত্রা। শীতের আমেজ আরও একবার গায়েব হওয়ার সম্ভাবনা। 
  • সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    এক নজরে দেখে নিন, কেমন থাকতে পারে শহর কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া 

    দিন সর্বনিম্ন 
    তাপমাত্রা
    সর্বোচ্চ
    তাপমাত্রা
    সারাদিন কেমন কাটবে
    ১৮-Jan ১২.0 ২২.০ সকালে কুয়াশা , তারপর পরিষ্কার আকাশ
    ১৯-Jan ১৩.0 ২৩.০ সকালে কুয়াশা , তারপর পরিষ্কার আকাশ
    ২০-Jan ১৩.0 ২৩.০ পরিষ্কার আকাশ , হালকা বৃষ্টি
    ২১-Jan ১.0 ২৩.০ পরিষ্কার আকাশ , হালকা বৃষ্টি
    ২২-Jan ১৫.0 ২২.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
    ২৩-Jan ১৬.0 ২৩.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি
    ২৪-Jan ১৬.0 ২৪.০ মেঘলা আকাশ, হালকা বৃষ্টি, বজ্রপাতও হতে পারে

    Darjeeling Weather: শৈলশহরে কুয়াশা ঘেরা দিন, আংশিক মেঘলা আকাশ