কলকাতা: উত্তুরে হাওয়ায় দাপটে নভেম্বরের শুরুতে আরও নামল পারদ। কলকাতায় (Kolkata) আজ সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে। কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত (Winter) ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে।


উত্তুরে হাওয়ার দাপটে রবিবার কলকাতার পারদ নেমেছিল ১৮ ডিগ্রিতে। সোমবার আরও কিছুটা নামল পারদ।  এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় ১৯ ডিগ্রির নীচে নামল পারদ।


নভেম্বরের শুরুতে হিমের পরশ। উত্তুরে হাওয়ায় দাপটে আরও নামল পারদ।রবিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০১৬-র ৮ই নভেম্বর, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।এই নিয়ে গত ১৬ বছরে দ্বিতীয়বার নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা নামল ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে।


আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শীত শীত ভাব বজায় থাকবে। তবে, আগামী সপ্তাহেই নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। রাজ্যের কোথাও কোথাও, বিশেষ করে, উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘলা হতে পারে। এরফলে তাপমাত্রা কিছুটা বাড়তে  পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।


কলকাতার পাশাপাশি জেলাতেও নেমেছে তাপমাত্রার পারদ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫-১৭ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। রবিবার ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল দার্জিলিঙের তাপমাত্রা।


রাজ্যে তাপমাত্রা বিগত কয়েকদিন ধরেই কম রয়েছে। রাতে ও ভোরের দিকে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বাধাহীন উত্তুরে হাওয়ার কারণেই পারদ নামছে। তবে এখনও রাজ্যে ঘোষিতভাবে শীতের আগমন ঘটেনি।  তবে বাতাসে রয়েছে শীতের অনুভূতি। দিনে রয়েছে রোদ ঝলমলে আকাশ। আগামী কয়েকদিনই রাজ্যে এ ধরনের আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।   আগামী সপ্তাহে নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।