কৌশিক গাঁতাইত, আসানসোল: ভ্যাকসিনকাণ্ডে বিতর্কে জড়ানো আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য তবস্সুম আরাকে পুনরায় অফিসে আসার অনুমতি দেওয়া হয়েছে।


এদিন এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ শেষে তবস্সুম আরার অফিসের দরজায় কালো পতাকা লাগিয়ে দেওয়া হয়।


গত ৩ জুলাই একটি ভ্যাকসিন সেন্টারে এক মহিলাকে ভ্যাকসিন দিয়ে বিতর্ক জড়িয়েছিলেন আসানসোলের বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরা।


পুরসভার পক্ষ থেকে টিকাকরণ কেন্দ্রে আয়োজন করা হয়। সেই ক্যাম্পে গিয়েছিলেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র তবস্সুম আরা। 


ওই কেন্দ্রে হঠাৎই স্বাস্থ্যকর্মীর থেকে সিরিঞ্জ নিয়ে নেন তিনি। স্বাস্থ্য কর্মীদের সামনেই সিরিঞ্জ নিয়ে টিকা দেন তবস্‍‍সুম আরা। চিকিত্‍সক নন তবস্সুম। তাঁর নেই কোনওরকম নার্সিং প্রশিক্ষণও। তাও তবস্সুম ভ্যাকসিন দিয়ে দেওয়ায় শুরু বিতর্ক হয়। 


পরের দিন, তাঁর গ্রেফতারির দাবি জানিয়ে, আসানসোল-দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেয় বিজেপি। সখানে বলা হয়, ৭ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে তবস্সুম আরাকে। নাহলে রাস্তা অবরোধ করা হবে। 


নিজে থেকে কাউকে ভ্যাকসিন দিয়ে, এবার তিনি যা করেছেন, তাতে ক্ষুব্ধ তাঁর দলের নেতারাই। এই ঘটনার পর পৌরনিগমের তরফে তবস্সুম আরাকে শোকজ করার পাশাপাশি তাঁকে অফিস আসতে নিষেধ করা হয়েছিল।


প্রায় একমাস পর আসানসোল পৌরনিগমের তরফে তবস্সুম আরাকে সোমবার থেকে অফিস আসার নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার, আসানসোল পৌরনিগমে তবস্সুম আরা আসেননি। এদিন পৌরনিগমে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি কংগ্রেসের তরফে তবস্সুম আরার অফিসের দরজায় কালো পতাকা লাগিয়ে দেওয়া হয়।


কংগ্রেস নেতৃত্বের দাবি, তবস্সুম আরাকে কোনওভাবেই চেয়ারে বসতে দেওয়া হবে না। অন্যদিকে, তবস্সুম আরার দাবি, তাঁকে আবার তাঁর জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তার জন্যই তিনি কাজে যোগ দিয়েছেন।


তিনি জানান, শোকজের জবাব দিয়েছেন পুরপ্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিকে। তারপরেই তাঁকে কাজে যোগ দিতে বলা হয়।