পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুরে মমতার সভার আগে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খড়গপুরে বানচাল তৃণমূলের পথসভা।


যুব তৃণমূল নেতাকে চড় মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের জনসভার সমর্থনে গতকাল খড়গপুর শহরে পথসভার আয়োজন করে যুব তৃণমূল।


তাদের অভিযোগ, সভা পণ্ড করতে তৃণমূলের জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয়। যুব তৃণমূলের স্থানীয় নেতাকে তিনি চড় মারেন।


মারধরের ভিডিও ফুটেজ ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। মন্তব্য করতে অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল নেতা। এনিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


পরে যুব তৃণমূল নেতা অভিযোগ করেন,  জেলার মুখপাত্র দেবাশিস চৌধুরী বহিরাগতদের নিয়ে এসে জুলুমবাজি করেন। যুব নেতার দাবি, দেবাশিস তাঁকে দুবার চড় মারেন। নাক ফাটিয়ে দেন। আরও কয়েকজন নেতাকে ধাক্কা মারেন।


তিনি যোগ করেন, দেবাশিস তাঁকে প্রশ্ন করেন, কার অনুমতিতে তিনি এই পথসভার আয়োজন করেছেন এবং তাঁকে না জানিয়ে এই পথসভার আয়োজন কেন করা হয়েছে?


বিতর্কের কেন্দ্রে থাকা অভিযুক্ত তৃণমূল নেতা অবশ্য এই ঘটনা নিয়ে কোনও কথা বলতে রাজি হননি। যুব নেতাকে ভাল বাচ্চা ছেলে উল্লেখ করে তিনি বলেন, এখন সকলের লক্ষ্য ৭ তারিখের জনসভাকে ঐক্যবদ্ধভাবে সফল করা।