দাবি মতো টাকা না পাওয়ায়, মাকে ইঁট দিয়ে থেঁতলে, অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ছেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Mar 2018 11:30 AM (IST)
বোলপুর: দাবি মতো টাকা না পাওয়ায় মাকে ইট দিয়ে থেঁতলে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। পরিবারের দাবি, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। বীরভূমের বোলপুরের নারায়ণপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যেই মা হারিয়ান বিবির কাছে টাকা চাইত জসিম শেখ। টাকা না পেলে শুরু হত মারধর। অভিযোগ, টাকা না পেয়ে রাগের মাথায় গতকাল মাকে ইট দিয়ে থেঁতলে ও পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ওই যুবক। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে মহিলার মৃতদেহ উদ্ধার করে।