বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শ্যামল আদকের পদত্যাগের পর ১৭ দিন পার। এখনও নতুন পুরপ্রধান পেল না হলদিয়া পুরসভা। শুক্রবারের বৈঠকে কাউন্সিলররা নতুন পুরপ্রধান নির্বাচন করবেন। জানালেন সৌমেন মহাপাত্র। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পুরপ্রধান নির্বাচন করতে পারছে না। তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
হলদিয়ার কে হবেন নতুন পুরপ্রধান? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শিল্পশহরের আনাচে-কানাচে। ১৫ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্যামল আদক। তাঁর পদত্যাগের ১৭ দিন পর মঙ্গলবার বৈঠকে বসেন পুরসভার কাউন্সিলররা। ছিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র। সেখানেই শ্যামল আদকের পদত্যাগপত্র গৃহীত হয়।
তৃণমূল কংগ্রেসের পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘‘শ্যামল আদকের ইস্তফা গ্রহণ করা হয়েছে। ৫ তারিখ পরবর্তী সভা হবে। সেখানেই নতুন চেয়ারম্যান ঠিক করা হবে।’’
২০১৭-র নির্বাচনে হলদিয়া পুরসভার ২৯টি আসনের সবকটিতেই জয়লাভ করে তৃণমূল। এদিনের বৈঠকে অবশ্য ২৯ জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ জন। শ্যামল আদক ছাড়াও বৈঠকে ছিলেন না পুর পারিষদ সত্যব্রত দাস। কাউন্সিলরদের মধ্যে ছিলেন না অনিমা হালদার, সর্বাণী মাঝি, প্রদীপ দাস ও ভক্তিপদ বলিদা। পুরপ্রধানের ইস্তফার ১৭ দিন পরও, ওই পদে কাউকে নির্বাচিত করতে না পারায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
বিজেপি, তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বে ভরে গিয়েছে। তাই তাঁরা চেয়ারম্যান কাকে করবেন বুঝে উঠতে পারছেন না ৷
সূত্রের খবর, হলদিয়ার পুরপ্রধান হওয়ার দৌড়ে রয়েছে দেবপ্রসাদ মণ্ডল ও সুধাংশু মণ্ডল। শিল্পশহরের প্রাক্তন পুরপ্রধান দেবপ্রসাদ বর্তমানে ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে সুধাংশু মণ্ডল পুরসভার বর্তমান উপপ্রধান।