রানাঘাট (নদিয়া): প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে নদিয়ার হবিবপুরের পানপাড়ায় এক গৃহবধূকে গ্রেফতার করল পুলিশ। কর্মসূত্রে বিদেশে থাকেন। মেয়ে আব্দার করেছিল তার জন্মদিনে বাড়ি আসতেই হবে। সেইমতো এসেওছিলেন। আর সেই তাঁকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আক্রান্ত স্বরূপ মণ্ডলের দাবি, ২৮ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে রাস্তায় স্ত্রীর এক ফেসবুক বন্ধুর দেখা হয়। ওই যুবক তাঁকে মদ খাওয়ার প্রস্তাব দেন। সেইমতো একটি নির্জন জায়গায় নিয়ে দু’জনে মদ্যপান করেন। কিন্তু বাড়ি ফেরার সময়ই ওই যুবকের হাতে আক্রান্ত হন তিনি। হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাথারি কোপানো হয়।স্বরূপ বলেন, আমি স্কুটিতে উঠতে যাব, তখন পিছন থেকে পরপর কোপ মারা হয়। স্থানীয়রা উদ্ধার করে আমাকে। ও পালিয়েছিল। তাঁর পরিবারের দাবি, এই হামলার নেপথ্যে স্ত্রীর হাত রয়েছে। কারণ ওই ফেসবুক বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বধূর। আক্রান্তের মা উর্মিলা মণ্ডল বলেন, স্ত্রীর নামে অভিযোগ প্রচুর। আমি চাই শাস্তি হোক। স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে রূপা মণ্ডল নামে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আবার সব চায় চাপিয়েছেন ওই বন্ধুর ওপর। বলেছেন, মেয়েকে নাচ শেখাতে নিয়ে যেত। আমি কথা বলতাম। এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। পরিবার অবশ্য এই দাবি মানতে নারাজ। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক পলাতক।