বর্ধমান:  স্বামীর মাথায় হাতুড়ি মেরে খুন। পূর্ব বর্ধমানের এই ঘটনায় গ্রেফতার স্ত্রী। এমনকি গ্রেফতারির পর নিজে খুনের কথা কবুলও করলেন স্ত্রী। তাঁর দাবি, নিজের স্বামীকে এমনি এমনি কেউ মারে! অত্যাচার সহ্য করার আর ক্ষমতা ছিল না।

১২ বছর আগে বর্ধমান থানা এলাকার বেচারহাটের বাসিন্দা শ্যামল দে-র সঙ্গে বিয়ে হয়েছিল নমিতার। তাঁদের ১০ বছরের একটি ছেলেও রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায়ই এই দম্পতির মধ্যে অশান্তি হত। রবিবার রাতে তা চরমে ওঠে।

অভিযোগ, বচসা ও হাতাহাতির পর, স্ত্রী-র গলা টিপে ধরেন শ্যামল। তখনই, একটা হাতুড়ি দিয়ে স্বামীর মাথায় মারেন নমিতা। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন।

স্থানীয় সূত্রে খবর, এরপর বর্ধমান সদর থানায় গিয়ে, স্বামীকে খুনের কথা কবুল করেন নমিতা।

কিন্তু কেন এই খুন? উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্কের তত্ত্ব।

খুনের কথা কবুলের পর অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার একই ধরনের ঘটনার সাক্ষী হয় উত্তর ২৪ পরগনার হাসনাবাদ। স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার পর, অস্ত্র নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামীর। সেক্ষেত্রেও উঠে এসেছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক।

স্ত্রী-র বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সম্প্রতি নৃশংসভাবে খুন হতে হয়েছে, ভ্রমণ সংস্থার ম্যানেজার অনুপম সিংহকে। গ্রেফতার করা হয়েছে স্ত্রী মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিককে।