কলকাতা:  জিএসটি কার্যকর হলে কি কর্মসংস্থানে ভাঁটা দেখা দেবে? এমনটাই আশঙ্কা করছেন এরাজ্যের বস্ত্র ব্যবসায়ীরা। এনিয়ে বিশেষজ্ঞদের কী মত?


জিএসটি-র পক্ষে সওয়াল করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, এই নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশে কর্মসংস্থান বাড়বে। তবে বস্ত্র ব্যবসায়ীরা এই দাবির সঙ্গে একমত হতে পারছেন না। তাঁদের দাবি, এর ফলে কর্মসংস্থান বাড়া তো দূরের কথা, উল্টে অনেকে কাজ হারাতে পারেন।

অর্থনীতিবিদরা বলছেন, কর্মসংস্থান বৃদ্ধি বা হারানোর ছবিটা বুঝতে গেলে, জিএসটি চালু হওয়ার পর কিছুদিন অপেক্ষা করতে হবে।

তাই আপাতত ১ জুলাইয়ের অপেক্ষা।