কলকাতা: এক ধাক্কায় আড়াই ডিগ্রি নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩. ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পারদ নেমেছে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। বাঁকুড়ার তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, আসানসোল ১১ .৫ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর ১২ . ৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী। জলপাইগুড়ি ৯ . ১ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১০ . ৪ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার ৭ . ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, মকর সংক্রান্তির সময় তাপমাত্রা নামতে পারে ১১-১২ ডিগ্রিতে। শুক্রবার পারদ অনেকটাই নিচে নামায় সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।