দিঘা:  পূর্ব মেদিনীপুরের দিঘায় পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। অগ্নিদগ্ধ অবস্থায় উমা পোদ্দার নামে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৬ মাস আগে দত্তপুকুর গ্রামের বাসিন্দা কমল বেরার সঙ্গে ওড়িশার তালসারির বাসিন্দা উমা পোদ্দারের বিয়ে হয়। বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য গৃহবধূর উপর অত্যাচার করা হত। সোমবার মারধরের পর কেরোসিন তেল ঢেলে তাঁর গায়ে আগুন দেওয়া হয় বলে দাবি আত্মীয়দের। পরে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে গতকাল স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ