উত্তর ২৪ পরগনা: শ্বশুরের পর তিনিই বাড়ির সব থেকে বড় সদস্য, বাড়ির অভিভাবক। সেই কাকা শ্বশুরের বিরুদ্ধেই এবার বউমাকে ধর্ষণের অভিযোগ।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার রামচন্দ্রপুরের বাসিন্দা, অভিযুক্ত কাকাশ্বশুরের বিরুদ্ধে অভিযোগ, একবার নয়, একাধিকবার বউমাকে ধর্ষণ করেছেন তিনি। নির্যাতিতার দাবি, রবিবার দুপুরে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন বছর ২৫-এর ওই গৃহবধূ। সেই সময় কাকাশ্বশুর জোর করে তাঁকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
ঘটনা জানাজানি হলে, কাকা শ্বশুর খুনের হুমকি দেন বলেও দাবি নির্যাতিতার। গৃহবধূর দাবি, একই ঘটনা ঘটে সোমবার। অভিযোগ, সোমবার সন্ধেয় বাড়িতে একা থাকার সুযোগে, ফের বউমাকে ধর্ষণ করেন কাকাশ্বশুর।
এরপর আর সহ্য করতে পারেননি ওই গৃহবধূ। প্রতিবেশীদের গোটা ঘটনা খুলে বলেন। তারপর বাদুড়িয়া থানায় দায়ের হয় লিখিত অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত কাকাশ্বশুরকে।