পশ্চিম মেদিনীপুর: জমি নিয়ে বিবাদের জের! প্রতিবেশীর হাতে আক্রান্ত প্রতিবেশী।

এলোপাথাড়ি মারে ক্ষতিগ্রস্ত চোখ!

এক চিলতে জমি নিয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা সোনা হেমব্রমের সঙ্গে প্রতিবেশী গিরিশ হেমব্রমের দীর্ঘদিনের বিবাদ।

সোমবার সন্ধেয় দু’পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, সোমা হেমব্রমের স্ত্রী সোমবারিকে বেধড়ক মারধর করেন গিরিশ হেমব্রম। চোখে গুরুতর আঘাত লাগে সোমবারি হেমব্রমের।

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক জানিয়ে দেন, ডান চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন সোমবারি।

এই ঘটনায় প্রতিবেশী গিরিশ হেমব্রম ও সন্ন্যাসীর নামে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনা হেমব্রম। তবে অভিযুক্তরা ফেরার।