বকখালির হোটেলে উদ্ধার যুবতীর মৃতদেহ ,পলাতক পুরুষ সঙ্গী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2018 08:20 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বকখালির হোটেল থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ। শ্বাসরোধ করে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। পলাতক পুরুষ সঙ্গী। হোটেল সূত্রে খবর, বুধবার বিকেলে এক যুবকের সঙ্গে বকখালির এই হোটেলে এসেছিলেন যুবতী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। পুলিশ এসে দরজা ভেঙে যুবতীর মৃতদেহ উদ্ধার করে। দেখা যায়, শৌচাগারের জানালা ভাঙা। যুবতীকে শ্বাসরোধ করে খুন করে পুরুষ সঙ্গী শৌচাগারের জানলা ভেঙে চম্পট দেয় বলে অনুমান।তদন্তে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ।