ঝাড়গ্রাম: দেড় মাসে ধরে যার আতঙ্কে সিঁটিয়ে ছিল জঙ্গলমহলের মানুষ, শেষমেশ তাকেই ধরা গেল পশ্চিম মেদিনীপুরের বাঘঘরার জঙ্গলে।
তবে জীবিত নয়, মৃত অবস্থায়। কানের পাশে ও পেটে বল্লমের আঘাতের চিহ্ন!
বন দফতর সূত্রে খবর, শিকার উৎসব চলাকালীন শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের মহুয়ার জঙ্গলে একটি বনশুয়োরকে আধখাওয়া অবস্থায় দেখেন আদিবাসীরা। দূর থেকে ভেসে আসছিল বাঘের গর্জন।
বন দফতর সূত্রে খবর, এরপরই তির-ধনুক, বল্লম নিয়ে শিকার উৎসবে যোগদানকারীরা ছুটে যান পাশের বাঘঘরা জঙ্গলে। আদিবাসীদের দাবি, সেই সময় বাঘের হানায় জখম হন দুই শিকারি।
তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বন দফতরের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। বেলা বারোটা নাগাদ উদ্ধার হয় বাঘের ক্ষতবিক্ষত মৃতদেহ।
বন দফতরের প্রাথমিক অনুমান, বল্লম দিয়ে খুঁচিয়ে খুন করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারটিকে।
কিন্তু, কেন দেড় মাস ধরে জঙ্গলে ঘুরে বেড়ালেও বাঘটিকে ধরতে পারেনি বন দফতর? এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।
প্রায় ঘণ্টা চারেক পর বাঘটিকে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হন বনকর্মীরা।