পূর্ব বর্ধমান: মেয়ে হওয়ায় কাটোয়া গৃহবধূর উপর অমানবিক অত্যাচার। খাবার চাইলে গরম লোহার ছ্যাঁকা। অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হল দু’হাত। প্রাণে বাঁচতে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় বধূর। এখনও অধরা স্বামী-শ্বশুর-শাশুড়ি-সহ ৬ অভিযুক্ত।
অভিযোগ, কোয়ারাডাঙায় এক গৃহবধূর উপর দিনের পর দিন নির্মম অত্যাচার চালানো হয়েছে। কারণ, তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিয়ে হয়েছিল বছর আটেক আগে। দু’চোখে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলেন স্বামীর ঘরে। কিন্তু কন্যাসন্তানের জন্ম হতেই শ্বশুরবাড়ির লোকেদের আসল চেহারাটা প্রকাশ পেতে থাকে।
অভিযোগ, খাবার চাইলেই গরম লোহার ছ্যাঁকা দিত স্বামী। এখানেই শেষ নয়। অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে গৃহবধূর দু’হাতও। যখন তিনি জ্বলে-পুড়ে যন্ত্রণায় কাতরাতেন, তখন তা দেখে উল্লাসে ফেটে পড়তেন স্বামী-শ্বশুর-শাশুড়ি।
প্রাণে বাঁচতে শুক্রবার কোনওরকমে স্বামীর ঘর ছেড়ে বাবার কাছে গিয়ে আশ্রয় নেন গৃহবধূ। স্বামী-শ্বশুর-শাশুড়ি-সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদি এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।