বীরভূম: বীরভূমে শান্তিনিকেতনে সন্তান না হওয়ায় বাড়ি থেকে গৃহবধূকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।
সুরুলের বাসিন্দা ওই বধূ জানিয়েছেন, ২০১৩ সালে তাঁর বিয়ে হয়। ৪ বছর কাটলেও কোনও সন্তান হয়নি তাঁদের। অভিযোগ, সন্তান না হওয়ায় চার বছরে শ্বশুরবাড়িতে শাশুড়ি ও ননদের কাছে সহ্য করতে হয়েছে অনেক গঞ্জনা।
তা সত্বেও মুখ বুজে ছিলেন তিনি। কিন্তু শনিবার মারধর করে বাড়ি থেকে তাঁকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বলেন, অনেকদিন ধরে অত্যাচার চলছে। কাল বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শাশুড়ি। তাঁর পাল্টা দাবি, বউমাই অত্যাচার করতেন তাঁর ওপরে। বউমা অত্যাচার করত, গালিগালাজ করত..সেই কারণে স্থানীয় লোকজন ঠিক করে বউমাকে বের করে দেয়।
শাশুড়ি-ননদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করলেও বধূ পাশে পেয়েছেন স্বামীকে। মা ও বোনের অত্যাচারেরর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি। একই সঙ্গে স্ত্রীকে নিয়ে থানায় দায়ের করেছেন অভিযোগ। অভিযোগকারিণীর স্বামী বলেন, বউয়ের ওপর একতরফা দোষ দিয়ে বের করে দেয়। বউয়ের পাশে আছি। লড়াই চালিয়ে যাব।
কোনও রকম পরীক্ষা বা চিকিৎসা না করিয়ে, সন্তান না হওয়ার জন্য কীভাবে শুধু মহিলাকে দায়ী করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। শান্তিনিকেতনে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন বধূ।