কালনা: ফ্রেন্ডশিপ ডে-তে বাল্যবন্ধুর সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করায় স্বামীর সঙ্গে অশান্তি, গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কালনার ঘটনায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের বাবার অভিযোগ, “ছোটবেলার বন্ধুর সঙ্গে সেলফি তুলেছিল। সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই অশান্তির শুরু। মেয়ের জামাই আর জামাইয়ের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছি।” মৃতের মায়ের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি, তাঁকে গলা টিপে মেরে ফেলা হয়েছে।
ঘটনার আগের দিন পারিবারিক অশান্তি নিয়ে মৃতের বোন পৌলমী হালদার এবিপি আনন্দকে জানিয়েছেন, “দিদির বর আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমাকে বলেছে, নিজে বন্ধুদের সঙ্গে কথা বলবি, ঘুরবি যা খুশি করবি কর, আমার সংসার ভাঙছিস কেন?” এরপর নাকি তাঁদের মারধরও করে মূল অভিযুক্ত অভিজিৎ বর্মণ।
উল্লেখ্য, অভিজিৎ ছাড়াও তাঁর ভাই তেঁতুল বর্মণ সহ পাড়ার আরও কয়েকজনের বিরুদ্ধে মারধর ও গালিগালাজ করার অভিযোগ এনেছে মৃতের পরিবার। প্রসঙ্গত, ২০০৯ সালে এই দম্পতির বিয়ে হয়েছিল। ৮ বছর বয়সের একটি ছেলেও রয়েছে তাঁদের। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।