কলকাতা: শিক্ষক দিবসে মহিলাদের জন্য সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী। স্কুল কলেজে নিয়োগের ক্ষেত্রে নিজের জেলায় অগ্রাধিকার পাবেন মহিলারা। শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, ভাল শিক্ষক পেতে গেলে, তাঁদের বাড়ির কাছে রাখতে হবে।
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলির ব্যবস্থা চালু আছে। সরকারি কলেজে বদলির সংস্থান থাকলেও, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে তা নেই। সেখানেও নতুন বদলি নীতি আনতে চাইছে সরকার। এই প্রেক্ষাপটে শিক্ষক দিবসে মহিলাদের জন্য নতুন সুসংবাদ শোনাল সরকার। শিক্ষামন্ত্রীর বক্তব্য, এবার থেকে মহিলারা যাতে স্কুল-কলেজে নিয়োগ ও বদলির ক্ষেত্রে নিজের জেলায় অগ্রাধিকার পান,অর্থাৎ যে জেলা থেকে তাঁরা আবেদন করেছেন, সেখানেই যাতে তাঁদের চাকরি হয়, তা দেখবে সরকার।
এতদিন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় মেধাতালিকা অনুযায়ী প্রার্থীরা সুযোগ পেতেন। তার ফলে কখনও কাকদ্বীপের প্রার্থী হয়তো চাকরি পেতেন কোচবিহারের কলেজে। বাড়ি থেকে এত দূরের কলেজে সুযোগ পেয়ে অনেক প্রার্থীর মনেই ক্ষোভ জন্মাত। এর প্রভাব পড়ত পড়ানোতেও। শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, ভাল শিক্ষক পেতে গেলে তাঁকে বাড়ির কাছেই রাখতে হবে।
এতদিন কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রার্থীরা অগ্রাধিকার পেতেন মেধাতালিকার ভিত্তিতে। অর্থাৎ প্রথম স্থানে থাকা প্রার্থী পছন্দমতো কলেজ বাছতে পারতেন। এখন নিয়োগ ও বদলির ক্ষেত্রে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হলে মেধাতালিকা মানা সম্ভব হবে না। অনেকেই প্রশ্ন তুলছেন, এক্ষেত্রে কোনও সমস্যা তৈরি হবে না তো? সরকারি সূত্রে দাবি, প্রয়োজনে বিধি বদলে বিষয়টি কার্যকর করা হবে। এব্যাপারে মুখ্যমন্ত্রীর ইচ্ছে আছে বলেও ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।
স্কুল কলেজে নিয়োগে নিজের জেলায় অগ্রাধিকার পাবেন মহিলারা, শিক্ষক দিবসে ঘোষণা শিক্ষামন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2016 01:55 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -