প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের নতুন নিয়মে নাজেহাল, মেয়াদ বাড়ানোর দাবি শ্রমিক সংগঠনগুলির

বহু কর্মীর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যোগ করা হয়নি। দুটি নম্বরের সংযুক্তিকরণ না হলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির টাকা জমা পড়বে না। জুন থেকে কার্যকর ব্যবস্থা।

Continues below advertisement

হাওড়া: রাজ্যে ৪ লক্ষের বেশি কর্মীর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যোগ করা হয়নি। দুটি নম্বরের সংযুক্তিকরণ না হলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির টাকা জমা পড়বে না। জুন থেকে কার্যকর ব্যবস্থা। যদিও শ্রমিক সংগঠনগুলির দাবি, সরকার অনেক তাড়াহুড়ো করেছে। এতে অনেক শ্রমিক সমস্যায় পড়বেন। মেয়াদ বাড়ানোর দাবি তুলেছে তারা। 

Continues below advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আর্থিক বিপর্যয়ের মধ্যে দেশ। সংগঠিত ক্ষেত্রে যাঁরা চাকরিজীবী, তাঁদেরও টান পড়েছে পকেটে। এই অবস্থায় কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ের সুবিধা হাতছাড়া হতে পারে আধারের সঙ্গে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত না করলে। ১ জুন থেকেই এই নির্দেশিকা কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। 

Universal Account Number বা UAN হল ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর। যে সব কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড থাকে তাঁরা এই নম্বর পান। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, আধার নম্বরের সঙ্গে এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির দেওয়া টাকা জমা হবে না।  

হাওড়ার রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের দাবি, রাজ্যে রবিবার পর্যন্ত ২৮ লক্ষ ৮৮ হাজার ২৭৮ জন পিএফ সুবিধাভোগীর মধ্যে ২৪ লক্ষ ২২ হাজার ৩৩৬ জন তাঁদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যুক্ত করেছেন। বাকি ৪ লক্ষ ৬৬ হাজার ৪২ জনের এখনও তা করেননি। 

হাওড়ার ক্ষেত্রে ২ লক্ষ ৮৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার ১৫৮ জনের আধারের সঙ্গে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত হয়েছে। এখনও ৩৪ হাজার ২৮৫ জনের ক্ষেত্রে এই দু’টি নম্বর যুক্ত হয়নি। হাওড়ার রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার বঅভিষেক কুমার জানিয়েছেন, যদি না আধারের সঙ্গে যুক্ত করা হয় তারা পিএফ এর বেনিফিট পাবে না।

যদিও শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, তাড়াহুড়ো করে এই সংযুক্তিকরণের কাজ করেছে কেন্দ্র। আরও সময় দেওয়ার দাবি তুলেছে তারা। এই দুটি নম্বরের সংযোগ থাকলে করোনা পরিস্থিতিতে চিকিত্‍সা, শিক্ষা, বাড়ি তৈরির মতো প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন হাওড়ার রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার। 

Continues below advertisement
Sponsored Links by Taboola