Yaas Cyclone LIVE : অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস, আজ বেলা ১২টায় ল্যান্ডফল

Yaas Cyclone Live Updates in West Bengal ‘পূর্ব মেদিনীপুরে ৯০-১২০, দক্ষিণ ২৪ পরগনায় ৮০-৯০, কলকাতায় ৭০-৮০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় হতে পারে‘, জানাল আবহাওয়া দফতর

Continues below advertisement

LIVE

Background

ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াসের ভ্রুকুটি। বুধবার সন্ধেয় পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিমি।

দিঘা থেকে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সোমবার রূপ নেবে সাইক্লোনে। মঙ্গলবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’। প্রবল হাওয়ায় ২০ ফুট পর্যন্ত উঠতে পারে ঢেউ।

দক্ষিনবঙ্গে শুরু হল বৃষ্টি-ঝোড়ো হাওয়া। মঙ্গলবার উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টি। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

পর্যটক শূন্য দিঘা, তাজপুরে মোতায়েন এনডিআরএফ, এসডিআরএফ। উড়ছে ড্রোন, নজর রাখছে কপ্টার। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। 

ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ দায়িত্বে কলকাতা পুলিশ। সৌমেন মিত্রর নেতৃত্বে এনডিআরএফ, বিএসএনএল, সইএসসি-র আধিকারিকদের নিয়ে তৈরি বিশেষ টিম। কেএমসি-র তরফেও প্রতি বরোতে থাকবে পৃথক দল।

ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলার জন্য তৈরি ৮ কলাম সেনা ও ইঞ্জিনিয়ারের টাস্ক ফোর্স। বাংলা ও ওড়িশা উপকূলে প্রস্তুত ৮টি উদ্ধারকারী দল। দ্রুত উদ্ধারে প্রস্তুত নৌবাহিনীর ৯টি বিমান, ২৫টি হেলিকপ্টার। 

ইয়াস নিয়ে দিল্লিতে বৈঠক প্রধানমন্ত্রীর। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা। বৈঠক শেষে সকলের কল্যাণ কামনা করে বাংলায় ট্যুইট মোদির। জমা জলের বিপত্তি এড়াতে প্রস্তুত কলকাতা পুরসভা।

রাজ্যে কার্যত লকডাউনে ইয়াস সর্তকতায় শিথিলতা। কৃষি, উদ্যানবিদ্যা, ফুলচাষের সঙ্গে জড়িত পরিবহণ, সার, বীজ বিক্রি ও গ্রামোন্নয়নের গুরুত্বপূর্ণ কাজে ছাড়।

 

Continues below advertisement
Sponsored Links by Taboola