সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া: কথায় বলে অর্থই অনর্থ!কার্যত সেটাই ঘটল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া বাজারে! বকেয়া, মাত্র ২ হাজার টাকা না পেয়ে চার বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
ঠি কী হয়েছিল ঘটনা?
বাঁকড়া বাজারে মহম্মদ ইস্তেখারের কারখানায় কাজ করতেন বছর ২০-এর মহম্মদ সেলিম।
তাঁর দাবি, মালিকের কাছ থেকে ২ হাজার টাকা পেতেন তিনি। কিন্তু বারবার চাইলেও সেই টাকা দিচ্ছিলেন না মালিক। অভিযোগ, কারখানা মালিকের কাছ থেকে ৬ হাজার টাকা পেত ওই তরুণ। ৪ হাজার টাকা দিলেও, বাকি ২ হাজার টাকা ফেরত দিতে টালবাহানা করছিলেন কারখানা মালিক।
সোমবার এ নিয়ে দু’জনের তীব্র বাদানুবাদ হয়। অভিযোগ এর পরই কারখানার মালিক মহম্মদ ইস্তেখারের বাড়িতে ঢুকে তাঁর চার বছরের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেন সেলিম। তারপর ধারাল অস্ত্র দিয়ে শিশুর গলার নলি কেটে দেন অভিযুক্ত এই যুবক। মায়ের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি!!
খবর পেয়ে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ি ও ডোমজুড় থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। এরপর সোমবার ভোর রাতে বর্ধমান স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে এদিন আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
মাত্র ২ হাজার টাকার জন্য মায়ের কোল থেকে ছিনিয়ে মালিকের চার বছরের ছেলেকে কুপিয়ে খুন! গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2020 05:16 PM (IST)
সোমবার এ নিয়ে দু’জনের তীব্র বাদানুবাদ হয়। অভিযোগ এর পরই কারখানার মালিক মহম্মদ ইস্তেখারের বাড়িতে ঢুকে তাঁর চার বছরের শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নেন সেলিম।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -