প্রসূন চক্রবর্তী, বাঁকুড়াঃ প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে। বিষয়টি জেনে যাওয়ার পর শ্বশুরবাড়ি যেতেই দ্বিতীয় স্ত্রীকে মারধর, নির্যাতন। ধর্ষণেরও অভিযোগ। গ্রেফতার বিজেপি নেতা। বাঁকুড়ার শালতোড়া থানা এলাকার ঘটনা। তরুণীর দাবি, ফেসবুকে ওই বিজেপি নেতার সঙ্গে তাঁর পরিচয়। আলাপের পর ঘনিষ্ঠতা বাড়ায় দেড় বছর আগে তারকেশ্বরে গিয়ে বিয়ে করেন দু’জনে। দুর্গাপুরের বেনাচিতিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা।
তরুণীর অভিযোগ, মাসছয়েক আগে তিনি জানতে পারেন, তাঁর স্বামী আগেই বিবাহিত ছিলেন। সোমবার শালতোড়ায় শ্বশুরবাড়িতে যান তিনি। অভিযোগ, সেখানেই তাঁকে ব্যাপক মারধর, নির্যাতন করা হয়। শালতোড়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।
বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তরুণী। যদিও অভিযুক্তের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে।
এনিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। শালতোড়ার তৃণমূল নেতা কালীপদ রায়ের কটাক্ষ, বিজেপির ক্যারেক্টরই তাই। মা-বোনরা এদের ঢুকতে দেবে? তবে পাল্টা স্থানীয় বিজেপি নেতা অজয় ঘটকের দাবি, দলীয় নেতাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। যদি দোষ প্রমাণ হয়, আমরা ব্যবস্থা নেব।
অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীও বিবাহিত। তবে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা থাকতেন। তরুণীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ফেসবুকে আলাপ, প্রথম বিয়ে লুকিয়ে ফের বিয়ে বিবাহিত তরুণীকে! ধর্ষণেরও অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার বিজেপি নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2020 03:38 PM (IST)
অভিযুক্তের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে। এনিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। শালতোড়ার তৃণমূল নেতা কালীপদ রায়ের কটাক্ষ, বিজেপির ক্যারেক্টরই তাই। মা-বোনরা এদের ঢুকতে দেবে? তবে পাল্টা স্থানীয় বিজেপি নেতা অজয় ঘটকের দাবি, দলীয় নেতাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে। যদি দোষ প্রমাণ হয়, আমরা ব্যবস্থা নেব।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -