পূর্ব মেদিনীপুর: গ্রামের মেয়েকে ভালবাসার অপরাধে সালিশি সভার জরিমানা। না দেওয়ায় যুবককে মারধর। কেশপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা-সহ ৪। ঘটনার কথা স্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
প্রথমে সালিশি! তারপর জরিমানা! সবশেষে কপালে জুটল মার! ভালবাসার মাসুল এই ভাবেই চোকাতে হল কেশপুরের এই যুবককে। আর ঘটনায় জড়িয়ে গেল স্থানীয় তৃণমূলের একাংশের নাম।
স্থানীয় সূত্রে খবর, কেশপুরের ফারামগ্রামের বাসিন্দা এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে পাশের গ্রামের যুবক সিন্টুর। কিন্তু, রাজি ছিল না তরুণীর পরিবার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হয় তারা। অভিযোগ, মাস দুয়েক আগে এলাকায় সালিশি বসান তৃণমূলের নেতারা। অভিযোগ, ভালবাসার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় যুবকের। কিন্তু, সামর্থ্য না থাকায় জরিমানার টাকা মেটাতে পারেননি সিন্টু। ছাড়ার পাত্র নয় গ্রামের মাতব্বররাও।
শনিবার, তরুণীর মোবাইল ফোন থেকে ফোন করে গ্রামে ডাকা হয় সিন্টুকে। অভিযোগ, বন্ধুর সঙ্গে গ্রামে পৌঁছতেই, তাঁদের গাছে বেধে বেধড়ক মারধর শুরু করে তৃণমূলের লোকেরা। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আক্রান্তের দাবি, প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। যদিও পরে অভিযোগ নেয় তারা। ঘটনায় ২ তৃণমূল নেতা, তরুণীর বাবা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
‘ভালবাসা’র অপরাধে সালিশি সভায় যুবককে মারধর, গ্রেফতার ২ তৃণমূল নেতা-সহ ৪
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2016 05:32 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -