হাওড়া:  হাওড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এনভিএফ কর্মী। পশ্চিম মেদিনীপুরর কোতয়ালি থানার নজরগঞ্জের বাসিন্দা শুভজিৎ রায় গতকাল সন্ধেয় সাঁতরাগাছি আসছিলেন। বীরশিবপুর ও উলুবেড়িয়া স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান বছর তিরিশের ওই এনভিএফ কর্মী।

 

গুরুতর জখম অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে উলুবেড়িয়া জিআরপি।