GST on Hostel: ১২ শতাংশ GST বাধ্যতামূলক, হস্টেল, PG-তে থাকার খরচ বাড়ছে

Paying Guest Accommodation: AAR জানিয়েছে, যাঁরা হস্টেলে থাকেন বা পেয়িং গেস্ট হিসেবে থাকেন, তাঁদের GST ছাড় দেওয়া সম্ভব নয়।

Continues below advertisement

নয়াদিল্লি: হস্টেলের আবাসিক অথবা পেয়িং গেস্টে হিসেবে থাকতে গেলে এবার থেকে গুনতে হবে মোটা টাকা। মাসিক ভাড়ার সঙ্গে গুনতে হবে ১২ শতাংশ পণ্য ও পরিষেবা করও। দুই পৃথক মামলায় এমনই রায় দিল অথরিটি অফ অ্যাডভান্স রুলিং-এর (AAR) বেঙ্গালুরু বেঞ্চ। বলা হয়েছে, হস্টেলকে আবাসিক ইউনিটের গোত্রে ফেলা যায় না। তাই সেখানে বসবাসকারীদের GST ছাড় দেওয়া সম্ভব নয়।  (GST on Hostel)

Continues below advertisement

AAR জানিয়েছে, যাঁরা হস্টেলে থাকেন বা পেয়িং গেস্ট হিসেবে থাকেন, তাঁদের GST ছাড় দেওয়া সম্ভব নয়। বসবাসের জন্য দেওয়া ভাড়াবাড়ির সঙ্গে সেগুলির তুলন চলে না। তাই জমির মালিককে ভাড়ার সঙ্গে GST-ও দিতে হবে। সেই মর্মে আবেদনকারীকে নথিভুক্ত করতে হবে নাম। ফলে হস্টেলে থাকতে গেলে এখন থেকে পড়ুয়াদেরও ১২ শতাংশ GST দিতে হবে। (Paying Guest Accommodation) 

বেঙ্গালুরুর AAR বেঞ্চ জানিয়েছে, ভাড়াবাড়িতে পাকাপাকি ভাবে বাস করেন বাসিন্দারা। গেস্ট হাউস, লজ এবং সমগোত্রীয় জায়গাগুলি পাকাপাকি বসবাসের জায়গার মধ্যে পড়ে না। ফলে যখন কেউ পেয়িং গেস্ট বা হস্টেল পরিষেবা প্রদান করেন, তা গেস্ট হাউস এবং লজ পরিষেবার গোত্রেই পড়ে। তাই হস্টেল বা পেয়িং গেস্টকে স্থায়ী বাসস্থান হিসেবে গন্য করা যায় না। 

আরও পড়ুন: Narendra Modi : এগিয়ে গিয়ে মোদিকে সোজা 'জাদু কী ঝাপ্পি' খুদের ! প্রধানমন্ত্রীর চেনো নাকি প্রশ্নে উত্তর 'ছবি দেখেছি'

কর্নাটকের সংস্থা শ্রীসাই লাকজুরিয়াস স্টে এলএলপি-র তরফে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছিল।  ওই সংস্থা পেয়িং গেস্ট পরিষেবা দেয় এবং হস্টেল চালায়। তাদের দাবি ছিল, আবাসনের মতোই ভাড়ায় নেওয়া হয় তাদের হস্টেল। পেয়িং গেস্ট হিসেবে থাকেন অনেকে। সে ক্ষেত্রে আবাসনের মতোই GST থেকে ছাড় দেওয়া উচিত তাদের হস্টেল এবং পেয়িং গেস্ট পরিষেবাগুলিকে। কিন্তু তাদের যুক্তি খারিজ করে দেয় AAR. 

এমনিতে মানুষের বসবাসের আবাসনগুলিতে GST-র আওতায় পড়ে না। সেখানে ভাড়া থাকলে তাই GST দিয়ে হয় না বাসিন্দাদের। যে সমস্ত হোটেল, সরাইখানা এবং গেস্ট হাউসের দৈনিক ভাড়া ১০০০ টাকা পর্যন্ত, সেগুলিকেও GST-র বাইরে রাখা হয়েছিল। কিন্তু ২০২২ সালের জুলাই মাসের বিজ্ঞপ্তিতে সরকার জানায়, দৈনিক ১০০০ টাকা পর্যন্ত ভাড়ার হোটেল, গেস্ট হাউস এবং সরাইখানাগুলি আর GST থেকে ছাড় পাবে না। সে বছর ১৮ জুলাই থেকে নয়া নিয়ম চালু হয়। 

সেই মতোই AAR জানিয়েছে, দৈনিক হাজার টাকা পর্যন্ত ভাড়া যে হস্টেল এবং পেয়িং গেস্টের, সেগুলিকে GST-র বাইরে রাখা হয়েছিল ২০২২ সালের ১৭ জুলাই পর্যন্তই। হস্টেল এবং পেয়িং গেস্টের উপরও ১২ শতাংশ  GST চাপবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola