মুম্বই: হেলমেটহীন মহিলার টু-হুইলার আটকানোয় মার খেতে হল ট্রাফিক কনস্টেবলকে! দক্ষিণ মুম্বইয়ের কলবাদেবী এলাকার ঘটনার ভিডিও সোস্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কর্তব্য়রত কনস্টেবলকে মারধর করছেন টু-হুইলারের চালক মহিলাই।
শুক্রবার অপরাহ্নে কলবাদেবীর কটন এক্সচেঞ্জ নাকায় ওই মহিলাকে থামান একনাথ পারথে নামে ট্রাফিক কনস্টেবল। তিনি হেলমেট না পরায় টু-হুইলার আটকে দেন তিনি। জনৈক পুলিশ অফিসার জানান, টু-হুইলারের সওয়ারি মহিলাকে জরিমানা দিতে বলায় পারথের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। অভিযোগ, তার মধ্য়েই সবার চোখের সামনে পারথেকে মারধর করেন মহিলা। তবে ভিডিওতে ওই মহিলাকে দাবি করতে শোনা গিয়েছে যে, কনস্টেবল তাঁকে অশ্রাব্য গালিগালাজ করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই কনস্টেবল। পারথেকে মার খেতে দেখেও পথচারীদের জড়ো হয়ে মোবাইল ফোনে ঘটনার ছবি তুলতে দেখা যায়।



এরপর ঘটনাস্থলে মহিলা পুলিশ হাজির হয়। অভিযুক্ত মহিলা সাদ্ধিকা রমাকান্ত তিওয়ারি (৩০) ও তাঁর আত্মীয় মহসিন খান (২৬) নিয়ে যাওয়া হয় তিলক মার্গ থানায়। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ (সরকারি কর্মীকে মারধর) ও অন্যান্য সংশ্লিষ্ট ধারায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুজনকেই গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ অফিসার।
এদিকে ট্রাফিক পুলিশের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, পারথে কোনও অশালীন মন্তব্য করেননি, দুই অভিযুক্তের সঙ্গেই সৌজন্য দেখিয়ে কথা বলেছেন। অভিযুক্ত মহিলার হাতে মার খেয়েও তিনি মেজাজ হারাননি, সংযম দেখিয়েছেন বলে পারথের প্রশংসা করেছে তারা।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত ওই মহিলার তীব্র নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ট্যুইটে ট্যাগ করে বলেছেন, মুম্বই পুলিশের মর্যাদার প্রশ্ন জড়িত, ব্যবস্থা নেওয়া উচিত ওই মহিলার বিরুদ্ধে।