ইন্দৌর: আটকে পড়েছিলেন ট্রাফিক জ্যামে। অবশেষে রাস্তায় নামলেন মন্ত্রী। তৎপরতার সঙ্গে সামলালেন ট্রাফিক! ঠিক সিনেমার মতো দৃশ্যের সাক্ষী রইল আমজনতা। একটি সংবাদসংস্থা এই ঘটনার ভিডিও শেয়ার করেছে। কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী জিতু পাটওয়ারিকে দেখা গেল রাস্তার মাঝে নেমে পড়তে। তারপর হাত নেড়ে মোটরবাইকগুলিকে একপাশে দাঁড় করিয়ে অন্য গাড়ির জন্য রাস্তা তৈরি করলেন। দেখুন সেই ভিডিও। কাজ করছিল না ট্রাফিক সিগন্যাল। তার জেরেই ক্রমেই বাড়ছিল যানজট। তাতে আটকা পড়েছিলেন খোদ মন্ত্রীও। গাড়িতে বসে না থেকে তিনি নিজেই নেমে পড়েন রাস্তায়। তাঁকে উদ্যোগী হতে দেখে, পথে নামেন আরও অনেকেই। সকলের প্রচেষ্টাতেই যানজট ছাড়ে।