ঋত্বিক প্রধান,পূর্ব মেদিনীপুর: এগরায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হলদিয়ায় মা-মেয়ে খুনে অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেনের মিছিলে হাঁটার ছবি দিয়ে পোস্টার সাঁটাল বামেরা। তৃণমূল কর্মীরা পোস্টারগুলি ছিড়ে দিলে এ নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।


হলদিয়ায় মা-মেয়ে খুনে অন্যতম অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেন এখন রয়েছে জেল হেফাজতে। বিরোধীরা অভিযোগ করেছে, সাদ্দামের সঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার তাঁর সঙ্গে শুভেন্দুর ছবি সহ পোস্টার পড়ল এগরায়। বামেদের দেওয়া পোস্টারে দেখা যাচ্ছে, মিছিলে হাঁটছেন শুভেন্দু। আর ঠিক তাঁর পাশেই রয়েছে জোড়া খুনে অভিযুক্ত প্রোমোটার সাদ্দাম।

পোস্টারে লেখা হয়েছে, হলদিয়াতে মা-মেয়েকে জীবন্ত পুড়িয়ে হত্যাকারী সাদ্দাম হোসেন মন্ত্রীর সঙ্গে। দেখুন শয়তানটা আসলে কে।

আজ সকালে এই পোস্টার দেখার পর থেকেই শোরগোল পড়ে যায় এলাকায়। পোস্টারগুলো ছিঁড়ে দেন তৃণমূল কর্মীরা। বামেরা জানিয়েছে, তাদের মহিলা সমিতি এই পোস্টারগুলি সেঁটেছে। যেটা সত্যি সেটাই তুলে ধরা হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আগে সাধারণ মানুষ নিজেদের কথা বলতে পারত না। এখন পারছে। তাই সাহস করে পোস্টার দিচ্ছে। যদিও তৃণমূলের দাবি, পুরভোটের মুখে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা বলেছেন, সুর্যকে যেমন কালিমালিপ্ত করা যায় না, তেমনই শুভেন্দু। তাঁকে বদনাম করার চেষ্টা সফল হবে না।

তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।