বলরামপুর: ইংরেজি সংবাদপত্র পড়ুন। ইংরেজিতে লিখে ছুটির দরখাস্ত জমা দিন। উত্তর প্রদেশের বলরামপুরের পুলিশ সুপারিন্টেডেন্ট (এসপি) ডেনরঞ্জন বর্মা তাঁর অধঃস্তনদের এমনই নির্দেশ দিলেন।

সমস্ত পুলিশকর্মীদের ইংরেজিতে সড়গড় করে তুলতে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক ক্লাসের আয়োজন করা হয়েছিল এসপি-র নির্দেশে। তারপরই লিখিত নির্দেশিকা জারি করা হল। সূত্রের খবর, এসপি-র নির্দেশিকা পেয়ে নড়েচড়ে বসেছেন জেলার পুলিশকর্মীরাও। ইংরেজি বই ও ডিকশনারি কেনাও শুরু করে দিয়েছেন অনেকে।

যদিও রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা এমন নির্দেশিকা পাঠানোর সত্যতা স্বীকার করতে চাননি। এডিজি আইনশৃঙ্খলা পিভি রামশাস্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও নির্দেশিকা পাঠানোর কোনও তথ্য নেই। পাঠানো হলে সেটা জেলাভিত্তিক সিদ্ধান্ত হতে পারে বলে অভিমত তাঁর। দেবীপতনের ডিআইজি রাকেশ সিংহর গলাতেও একই সুর। জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও তথ্য নেই। তিনি বলেছেন, ‘উচ্চস্তর থেকে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। ইংরেজি ব্যবহার গুরুত্বপূর্ণ কি না, সেটা নীতিসংক্রান্ত সিদ্ধান্ত। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডিজিপি এবং অন্যান্যরা ঠিক করেন কী যোগ্যতা আমাদের কর্মীদের দরকার। এ নিয়ে আর কিছু বলতে পারব না।’

যদিও এসপি ডেনরঞ্জন বর্মা জানিয়েছেন, তাঁর সিদ্ধান্ত একেবারে সঠিক। বলেছেন, ‘এর কারণ হল সাইবার ক্রাইমের সমস্ত অভিযোগ ইংরেজিতে আসে। তাই ভাষাটায় কাজ চালানোর মতো ক্ষমতা থাকা প্রয়োজন। তা নাহলে আদালতের রায়, যার সবই হয় ইংরেজিতে, বুঝতে অসুবিধা হচ্ছে পুলিশকর্মীদের। ভুলও হচ্ছে।’

বর্মা আরও জানিয়েছেন যে, গুগলের সাহায্য নিয়ে পুলিশকর্মীরা ছুটির দরখাস্ত করছেন। বর্মা বলেছেন, ‘আমি দরখাস্ত দেখে বানান সংশোধন করি। আমি চাই সকলে ইংরেজি কাগজ পড়ুক, ডিকশনারি কিনুক এবং সঠিক ইংরেজি লিখুক। সেটা নিশ্চিত করতে বিভিন্ন পুলিশ থানা পর্যবেক্ষণ করব আমি।’

রাজ্যের এক শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া ও নির্দেশের অপেক্ষায় রয়েছেন।