বিশাখাপত্তনম: ওপেনার রোহিত শর্মার ওপর আস্থা রেখেছিলেন। বিরাট কোহলির সেই আস্থার মর্যাদা রেখেছেন মুম্বইয়ের ‘হিটম্যান’। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে ভারতের জয়ের নায়ক রোহিতই। ২০৩ রানে প্রথম টেস্ট জয়ের পর রোহিতকে প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলি।

জাতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘অসাধারণ খেলেছে রোহিত।’ পাশাপাশি প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মায়াঙ্ক অগ্রবালকেও সার্টিফিকেট দিয়েছেন কোহলি। বলেছেন, ‘মায়াঙ্ক দুর্দান্ত ব্যাট করেছে।’

দলের স্পিনারদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত কোহলি। আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা মিলে দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়েছেন। কোহলির কথায়, ‘ওরা নিজেদের দক্ষতা অনুযায়ী বল করেছে। জাড্ডু ও অ্যাশ সত্যিই অনবদ্য। পিচ ব্যাটিং সহায়ক ছিল। ওরা কয়েকটা বাউন্ডারিও হজম করে। তবে জানতাম উইকেট দ্বিতীয় ইনিংসে বোলারদের সাহায্য করবে। আমাদের বোলাররা সেটা কাজে লাগিয়েছে। দ্বিতীয় ইনিংসে শামি আমাদের প্রধান স্ট্রাইক বোলার। সকলেই নিজেদের দক্ষতা অনুযায়ী বোলিং করেছে। ব্যাট হাতে নায়ক তো আছেই। তবে এই ম্যাচে বোলারদের কাজটা কঠিন ছিল।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর ভারতের রথ তরতরিয়ে চলছে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে কোহলিরা ১-০ এগিয়ে গেলেন।