খান্ডোয়া: ব্যাঙ্ক নোটে দেবী লক্ষ্মীর ছবি ছাপলে দেশের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। দাওয়াই দিলেন বর্ষীয়াণ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। মধ্য প্রদেশের খান্ডোয়ায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বামী বলেন, টাকায় লক্ষ্মীর ছবি থাকা উচিত। গণেশ বিঘ্ন নাশ করেন। কারেন্সির অবস্থা শুধরোতে লক্ষ্মীর ছবি দেওয়া যেতে পারে, এতে কারও আপত্তি থাকার কথা না। স্বামী আরও বলেছেন, দেশের হিন্দু-মুসলমানের ডিএনএ এক, বংশ এক। ইন্দোনেশিয়ার মুসলমানরা মানেন, তাঁরা একই বংশভুক্ত। ইন্দোনেশিয়ার ১০০০ টাকার নোটে গণেশের ছবি থাকা তাঁর বক্তব্যের প্রমাণ।
স্বামী আরও বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি আনতে চলেছে তাঁর সরকার। সুপ্রিম কোর্টও বহুবার বলেছে, অভিন্ন দেওয়ানি বিধি আনা প্রয়োজন। রাম মন্দির নিয়ে ৯৫ শতাংশ মানুষ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমর্থন করেছেন। যদি এভাবেই সকলের সমর্থন মেলে তবে শিগগিরই কাশী, মথুরা নিয়েও সিদ্ধান্ত হবে।
নোটে লক্ষ্মীর ছবি ছাপলে দেশের আর্থিক অবস্থা শুধরোতে পারে, বললেন সুব্রহ্মণ্যম স্বামী
ABP Ananda, Web Desk
Updated at:
16 Jan 2020 09:05 AM (IST)
এক প্রশ্নের জবাবে স্বামী বলেন, টাকায় লক্ষ্মীর ছবি থাকা উচিত। গণেশ বিঘ্ন নাশ করেন। কারেন্সির অবস্থা শুধরোতে লক্ষ্মীর ছবি দেওয়া যেতে পারে, এতে কারও আপত্তি থাকার কথা না।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -