নয়াদিল্লি: জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়ে তিহার জেলে ২৫ দিন কাটানোর পর বাইরে বেরচ্ছেন ভীম আর্মি সংগঠনের সভাপতি চন্দ্রশেখর আজাদ। বুধবার ২৫০০০ টাকার বন্ড পেশের শর্তে চন্দ্রশেখরকে জামিন মঞ্জুর করেন অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাও। তবে দিল্লির আদালতের আরও শর্ত, তাঁকে দিল্লি ছাড়তে হবে, তিনি রাজধানীতে ৪ সপ্তাহ থাকতে বা কোনও প্রতিবাদ, বিক্ষোভে সামিল হতে পারবেন না। ৩৩ বছর বয়সি চন্দ্রশেখরকে চিকিত্সার জন্য রাজধানীতে ফিরতে হলেও পুলিশকে আগে জানিয়ে রাখতে হবে। জামিনে মুক্তির জন্য ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জারি করা শর্তগুলি মেনে নিয়েছেন তিনি। পরে অবশ্য এই নির্দেশে তিনি কিছু সংশোধনের আবেদন জানাতে পারেন।
গত ২০ ডিসেম্বর দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)বিরোধী প্রতিবাদ, বিক্ষোভের সময় জনতাকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে চন্দ্রশেখরের বিরুদ্ধে।
এদিন আদালত আরও জানায়, জামিনে ছাড়া পেয়ে সাহারানপুর যাওয়ার আগে ২৪ ঘন্টার মধ্যে জামা মসজিদ সহ দিল্লির আর কোথাও যেতে চাইলে চন্দ্রশেখরের সঙ্গে পুলিশ থাকবে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার হয় বলে মন্তব্য করেন বিচারপতি।
চন্দ্রশেখরের উত্তরপ্রদেশে বিপদে পড়ার আশঙ্কা আছে বলে সওয়াল করেন তাঁর আইনজীবী।
চন্দ্রশেখরের ভীম আর্মি গত ২০ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় প্রয়োজনীয় পুলিশি অনুমতি ছাড়াই।
এই মামলায় গ্রেফতার আরও ৯ জন আগেই জামিন পেয়েছেন।