ট্রেন্ডিং

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার উত্তরপ্রদেশের বাসিন্দা শাহজাদ ! ISI এজেন্টদেরকে কী কী তথ্য পাচার ?

TMC ও BJP কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা তমলুকে, 'অধিকাংশ আসনে জয়ী হয়েছি ..'

বিকাশ ভবনের সামনে ধর্নার ১২ দিন, জারি আন্দোলন, হকের চাকরি ফেরত চেয়ে চলছে অবস্থান-বিক্ষোভ

৩ জুলাই থেকে শুরু অমরনাথ যাত্রা; বাড়তি সতর্ক প্রশাসন, নিরাপত্তারক্ষীদের কবলে এলাকা

Kolkata News: শিক্ষকদের ওপর 'পুলিশি অত্যাচার', প্রতিবাদে কাল রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক এআইডিএসও-র
এবার পাকিস্তানেই খতম লস্কর-ই-তৈবার জঙ্গি, মাস্টারমাইন্ড ছিল ভারতে হওয়া তিনটি ভয়াবহ হামলার
সিএএ: দিল্লি থাকতে পারবেন না, বিক্ষোভ-প্রতিবাদ নয়, ভীম আর্মি প্রধান চন্দ্রশেখরকে জামিন
গত ২০ ডিসেম্বর দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)বিরোধী প্রতিবাদ, বিক্ষোভের সময় জনতাকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে চন্দ্রশেখরের বিরুদ্ধে।
Continues below advertisement

নয়াদিল্লি: জনতাকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়ে তিহার জেলে ২৫ দিন কাটানোর পর বাইরে বেরচ্ছেন ভীম আর্মি সংগঠনের সভাপতি চন্দ্রশেখর আজাদ। বুধবার ২৫০০০ টাকার বন্ড পেশের শর্তে চন্দ্রশেখরকে জামিন মঞ্জুর করেন অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাও। তবে দিল্লির আদালতের আরও শর্ত, তাঁকে দিল্লি ছাড়তে হবে, তিনি রাজধানীতে ৪ সপ্তাহ থাকতে বা কোনও প্রতিবাদ, বিক্ষোভে সামিল হতে পারবেন না। ৩৩ বছর বয়সি চন্দ্রশেখরকে চিকিত্সার জন্য রাজধানীতে ফিরতে হলেও পুলিশকে আগে জানিয়ে রাখতে হবে। জামিনে মুক্তির জন্য ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জারি করা শর্তগুলি মেনে নিয়েছেন তিনি। পরে অবশ্য এই নির্দেশে তিনি কিছু সংশোধনের আবেদন জানাতে পারেন।
গত ২০ ডিসেম্বর দিল্লির জামা মসজিদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)বিরোধী প্রতিবাদ, বিক্ষোভের সময় জনতাকে প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে চন্দ্রশেখরের বিরুদ্ধে।
এদিন আদালত আরও জানায়, জামিনে ছাড়া পেয়ে সাহারানপুর যাওয়ার আগে ২৪ ঘন্টার মধ্যে জামা মসজিদ সহ দিল্লির আর কোথাও যেতে চাইলে চন্দ্রশেখরের সঙ্গে পুলিশ থাকবে। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া দরকার হয় বলে মন্তব্য করেন বিচারপতি।
চন্দ্রশেখরের উত্তরপ্রদেশে বিপদে পড়ার আশঙ্কা আছে বলে সওয়াল করেন তাঁর আইনজীবী।
চন্দ্রশেখরের ভীম আর্মি গত ২০ ডিসেম্বর সিএএ-র বিরুদ্ধে জামা মসজিদ থেকে যন্তর মন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় প্রয়োজনীয় পুলিশি অনুমতি ছাড়াই।
এই মামলায় গ্রেফতার আরও ৯ জন আগেই জামিন পেয়েছেন।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে