পাটনা : বরাবর ভাল ছাত্র ছিলেন। পড়াশোনাই ধ্যানজ্ঞান । কিন্তু পড়াশুনো শেষ করেই যে এমনটা চাকরি পেয়ে যাবেন, হয়ত ভাবতেও পারেননি বিহারের এই তরুণ। ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সামনে একটা মাইলস্টোন তৈরি করে দেন এনআইটি পাটনার (NIT Patna ) ছাত্র অভিষেক কুমার (Abhishek Kumar) । তাঁর জীবনের প্রথম চাকরির বেতনের প্যাকেজ এক কথায় তাক লাগানো।
অ্যামাজনে বিরাট অঙ্কের বেতনের চাকরি
২০২২ সালে ইতিহাস তৈরি করেন অভিষেক। অ্যামাজনে বিরাট অঙ্কের বেতনের চাকরি পান তিনি। একেবারে ১.৮ কোটি টাকার চাকরি ! তথ্য বলছে, এমন বিরাট অফার এখনও অবধি কোনও এনআইটি শিক্ষার্থী পায়নি, অভিষেকই প্রথম। এমন ১.৮ কোটি টাকা বেতনের প্যাকেজ কোনও আইআইটি এবং আইআইএম-এর ছাত্রদেরও দেওয়া হয় না।
অভিষেক কুমার ঝাঝার ( Jhajha ) বাসিন্দা । তিনি কম্পিউটার সায়েন্স শাখার ছাত্র ছিলেন। অভিষেক কুমারকে ২১ এপ্রিল, ২০২২-এ নির্বাচন করেন অ্যামাজনের কর্মকর্তারা। ২০২১ সালের ডিসেম্বরে কোডিং পরীক্ষা দিয়েছিলেন তিনি। ২০২২ এর ১৩ এপ্রিল তিনি তিন রাউন্ডে এক ঘণ্টা করে ইন্টারভিউ দেন। জার্মানি, আয়ারল্যান্ডের ইন্টারভিউয়ারদের মুগ্ধ করেছিলেন উত্তরে। তাঁর ব্লকচেইন প্রোজেক্ট সকলের মন জিতে নেয়। চাকরির জন্য নির্বাচিত হন তিনি।
অভিষেক কীসে কীসে অভিজ্ঞ ?
অভিষেক কুমার তাঁর লিঙ্কডইন প্রোফাইলে লিখছেন, 'আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় ১ বছরের অভিজ্ঞতা আছে। জাভা, সি++, স্প্রিং বুট, জাভাস্ক্রিপ্ট, লিনাক্স এবং বিভিন্ন ডাটাবেসে অভিজ্ঞতা আছে। আমার নেটওয়ার্কিং, ব্যাকএন্ড এবং ডেটাবেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। আমি সবসময় সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সন্ধান করি'
অভিষেক কুমারের আগে, NIT পাটনার অদিতি তিওয়ারি ফেসবুক থেকে সর্বোচ্চ ১.৬ কোটি টাকার প্যাকেজ পেয়েছিলেন। অদিতি তিওয়ারি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এর ছাত্রী ছিলেন এবং তিনি Facebook এ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার জন্য নির্বাচিত হন। অদিতি তিওয়ারির বাবা টাটা স্টিলের কর্মী এবং তার মা একজন সরকারি স্কুলের শিক্ষক। অদিতি তিওয়ারির আগে, এনআইটি ছাত্রী এবং পাটনার মেয়ে সম্প্রীতি যাদব গুগলে ১.১১ টি টাকার প্যাকেজ পেয়েছিলেন।