Oppo Smartphones: ওপ্পো রেনো ১০ ৫জি (Oppo Reno 10 5G Series) সিরিজ ভারতে লঞ্চ হতে পারে জুলাই মাসে। সম্প্রতি এমনটাই শোনা গিয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। ওপ্পো রেনো ১০ (Oppo Reno 10) ভ্যানিলা মডেলের সঙ্গে এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০ প্রো (Oppo Reno 10 Pro) এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস (Oppo Reno 10 Pro Plus)। এই তিনটি ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্টে চিনের মডেলের মতো চিপসেট থাকবে না। আলাদা প্রসেসর দেখা যাবে। যেমন ভ্যানিলা ওপ্পো রেনো ১০ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের চিনের ভ্যারিয়েন্ট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। চিপসেটের পাশাপাশি চিনের মডেলের তুলনায় ভারতীয় ভ্যারিয়েন্টের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও সামান্য আলাদা হতে পারে।
ওপ্পো রেও ১০ ৫জি সিরিজের কোন ফোনে কোন প্রসেসর থাকতে পারে
ওপ্পো রেনো ১০ এবং ওপ্পো রেনো ১০ প্রো- এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। ওপ্পো রেনো ১০ প্রো মডেলের চিনের ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। ওপ্পো রেনো ১০ প্রো প্লাস প্রিমিয়াম মডেলে চিনের ভ্যারিয়েন্টের মতো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে।
অন্যান্য সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- চিনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১০ ৫জি সিরিজের সব মডেলেই টেলিফটো লেন্স থাকলেও ভারতে কেবলমাত্র ওপ্পো রেনো ১০ প্রো প্লাস মডেলেই এই ক্যামেরা ফিচার থাকবে বলে শোনা গিয়েছে।
- ওপ্পো রেনো ১০ এবং ওপ্পো রেনো ১০ প্রো- এই দুই ফোনে চিনে ভ্যারিয়েন্টের মতোই ভারতীয় মডেলেও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung Galaxy F54 5G) ফোন অবশেষে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। Meteor Blue এবং Stardust Silver- এই দুই রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380 প্রসেসর। এছাড়াও রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
আরও পড়ুন- পরিবেশকে সুরক্ষিত রাখতে দৈনন্দিন জীবনে 'কার্বন ফুটপ্রিন্ট' কীভাবে কমাবেন?