কলকাতা : স্বপ্ন শুধু দেখলেই চলে না, তা বাস্তবায়িত করার জন্য সত্যিকারের চেষ্টা থাকা দরকার। ঝরাতে হয় ঘাম, সংকল্প হতে হয় দৃঢ় এবং প্রচুর পরিশ্রম করতে হয়। ইন্টারনেটে এমন অনেক অনুপ্রেরণামূলক চরিত্র পাওয়া যায়। তেমনই একজন মানুষ ভিগ্নেশ। ভিগ্নেশের জীবনকাহিনি সিনেমার মতো। ফুড ডেলিভারি সংস্থা জোমাটোর ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করতে করতেই তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি । আশ্চর্য না ? এমনটাই করে দেখিয়েছেন তিনি। Zomato ও তাঁদের এই কর্মীর কৃতিত্বে গর্বিত। তাঁকে কুর্নিশ জানাতে টুইটারে পোস্টও করে এই ফুড ডেলিভারি সংস্থা। তারা লেখে, ''ভিগ্নেশের জন্য একটি লাইক হয়ে যাক ! তিনি Zomato ডেলিভারি পার্টনার হিসাবে কাজ করতে করতে তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় পাশ করেছেন'' পোস্টটির সঙ্গে ভিগ্নেশের একটি ছবিও পোস্ট করে জোম্যাটো। এই পোস্টটিতে প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। সকলেই তাঁর কৃতিত্বকে অভিবাদন জানিয়েছেন। শেয়ার করার পর থেকে, এই পোস্টটি শেয়ার হয়েছে অজস্রবার। অনেকেই রিট্যুইট করেছেন পোস্টটি। আর শুভেচ্ছাবার্তায় ভরেছে কমেন্টবক্স।
একজন ব্যবহারকারী লিখেছেন, ''সুতরাং, এখন ভিঘ্নেশ অর্ডারে স্বাক্ষর করবে।'' দ্বিতীয় একজন ব্যবহারকারী লেখেন, ''অসাধারণ কৃতিত্ব'', অন্য একজন লিখেছেন, ''জীবনে এমন ডেডিকেশনের প্রয়োজন।''
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
আর একজন লিখেছেন, ''এটা দুর্দান্ত।'' আরেকজন বললেন, ''বাহ, তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ভিঘ্নেশকে অভিনন্দন! ''
তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন (TNPSC) দ্বারা পরিচালিত একটি রাজ্য-স্তরের সিভিল সার্ভিস পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ করে সকলকে চমকে দিয়েছেন এই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এখন এই ভিগ্নেশকে নিয়ে হইচই পড়ে গিয়েছে। জোম্যাটোও তাদের এই কর্মীকে নিয়ে গর্বিত। অনেকেই মন্তব্য করেছেন, ভিগ্নেশের মতো মানুষ অনেকের অনুপ্রেরণা। নিচে দেখে নিন ভিগ্নেশকে নিয়ে করা জোম্যাটোর পোস্টটি। আর দেখুন তাঁর প্রশংসা করে কে কী লিখেছেন।