লকডাউনের মধ্যে আহত বাবাকে সঙ্গে নিয়ে ১,২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রামে ফিরে আসা জ্যোতির প্রশংসায় উচ্ছ্বসিত সকলে। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প তাঁর কথা টুইট করেছেন। বহু মানুষ চেয়েছেন তাঁর পাশে দাঁড়াতে, এসেছে অর্থ সাহায্যেরও প্রতিশ্রুতি। এবার আনন্দ কুমারের ছোট ভাই জ্যোতির সঙ্গে দেখা করেছেন। বলেছেন, জ্যোতি যদি আইআইটির জন্য প্রস্তুতি নিতে চান, তবে তাঁকে সুপার ৩০-তে বিনা মূল্যে কোচিং দেবেন তাঁরা।
সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া-ও জানিয়েছে, জ্যোতিকে পড়াশোনায় সাহায্য করবে তারা, সাইক্লিংয়ের ট্রেনিংও দেওয়া হবে। আরজেডি নেতা তেজস্বী যাদব ও তাঁর মা, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও জ্যোতির পড়াশোনা ও বিবাহে সাহায্য করতে চান বলে জানিয়েছেন। রাবড়ি আবার জ্যোতির বাবাকেও চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন।