নয়া দিল্লি: কিছুদিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তার আগে উত্তরসূরীর নাম প্রস্তাব করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে একটি চিঠিতে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তিনি বিচারপতি সঞ্জীব খান্নার (Justice Sanjiv Khanna) নাম সুপারিশ করেছেন তিনি।  


১০ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি। তাই প্রথামাফিক পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেন তিনি। কেন্দ্র অনুমোদন দিলে সঞ্জীব খান্না দেশের ৫১ তম প্রধান বিচারপতি হবেন। তাঁর কাজের মেয়াদ হবে ৬ মাস। আগামী বছরের ৩১ মে তাঁর অবসর নেওয়ার কথা। 


২০২২-এর ৯ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি সঞ্জীব খান্না ১৯৮৩ সালে দিল্লি বার কাউন্সিলের সদস্য হন। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন সঞ্জীব খান্না।     


বিচারপতি সঞ্জীব খান্না কে?                                   


সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগেও কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও কাজ করেননি সঞ্জীব খান্না। বিগত চার দশকেরও বেশি সময় আইনি পেশার সঙ্গে যুক্ত তিনি। আয়কর দপ্তরের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০০৪ সালে তিনি দিল্লির স্ট্যান্ডিং কাউন্সিল (সিভিল) হিসেবে নিযুক্ত হন। বিচারপতি সঞ্জীব খান্না ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৬ সালে ওই হাইকোর্টের স্থায়ী বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেন।                                  


২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি হিসেবে তাঁকে নিযুক্ত করা হয়। এই পাঁচ বছরে শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ কিছু রায় দিয়েছে তাঁর বেঞ্চ। বিতর্কিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের সম্মতি প্রদানকারী বেঞ্চের অংশ ছিলেন বিচারপতি খান্না। এছাড়াও সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে স্বীকৃতি এবং নির্বাচনী বন্ড বাতিলের মামলার বেঞ্চেরও অংশ ছিলেন তিনি।


আরও পড়ুন, ভারতের সঙ্গে কানাডার 'সম্পর্ক নষ্টের মূলে ট্রুডো'! কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে