Fuel Price: পুজো শেষ হয়ে গিয়েছে। তবে উৎসবের রেশ এখনও কাটেনি। আজ লক্ষ্মীপুজো বাঙালির ঘরে ঘরে। এরপরে মাসের শেষেই হবে কালীপুজো। গোটা একটা মাস (Petrol Diesel Price) জুড়ে চলবে উৎসব। আর এই উৎসবের মরশুমে জ্বালানি তেলের দাম কয়েকদিন আগেই অনেকটা বেড়ে গিয়েছিল। তবে লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ আজ সেভাবে দামে (Petrol Rate Today) কোনো হেরফের ঘটেনি। মহানগরগুলিতে একই আছে দাম। তবে বাংলার বেশ কিছু জেলায় দাম আজ অনেকটাই কমে গিয়েছে। বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান ইত্যাদি জেলায় আজ দাম কমেছে।


কলকাতায় পেট্রোল ডিজেলের দাম


কলকাতায় আজ পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা।


অন্য মহানগরে জ্বালানি তেলের দাম


চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৪ টাকা।


মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা।


দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।


আগ্রা পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.২৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.২৭ টাকা।


আহমেদাবাদে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৪৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.১০ টাকা।


২০২২ সাল থেকে একই আছে দাম


পেট্রোল-ডিজেলের দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় করের ওপর এই দাম নির্ভর করে। যদিও রাজ্য থেকে রাজ্যে এই দাম পরিবর্তিত হয়। ২০২২ সালের মে থেকে জ্বালানির হার অপরিবর্তিত রয়েছে, সেই সময় কেন্দ্রীয় সরকার এবং বেশ কয়েকটি রাজ্য জ্বালানি কর কমিয়েছিল। ওএমসিগুলি সারা বিশ্বে অপরিশোধিত তেলের দাম অনুসারে প্রতিদিন সকাল ৬ টায় জ্বালানির খুচরা দাম পরিবর্তন করে। আবগারি কর, বেস প্রাইসিং এবং প্রাইস ক্যাপের মাধ্যমে সরকার জ্বালানির দাম নিয়ন্ত্রণ করে।


বাংলার কোন কোন জেলায় দাম কমেছে


আলিপুরদুয়ারে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৮৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৬২ টাকা।


বাঁকুড়াতে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৫৯ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৬ টাকা।


বীরভূমে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.৭৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৫০ টাকা।


কোচবিহারে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৮ টাকা।


দার্জিলিংয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৬৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৪৮ টাকা।


মালদায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.৮৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৬৭ টাকা।


আরও পড়ুন: Diwali 2024 Stock Picks: দীপাবলিতে কোন স্টকগুলি দিতে পারে লাভ, ব্রোকারেজ ফার্ম বলছে এই নামগুলি