ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার বেলেঘাটা। বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন। শহরে ফের অগ্নিকাণ্ড। বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। এলাকায় আতঙ্ক।                       


ঠিক কী ঘটেছে? 


শহরে ফের অগ্নিকাণ্ড। সকাল সাড়ে ১০টা নাগাদ বেলেঘাটায় ক্যানাল ইস্ট রোডে পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে শুরু করে কারখানার ৩টি ট্যাঙ্কার। অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করেও আগুনকে বাগে আনতে পারেননি কারখানার নিরাপত্তা রক্ষী ও স্থানীয়রা। বিদ্যুতের হাইভোল্টেজ টাওয়ার তৈরির এই কারখানা বছর ছয়েক আগে বন্ধ হয়ে যায়। পরিত্যক্ত কারখানার পাঁচিল ঘেঁষেই রয়েছে ৩টি ট্যাঙ্কার, যাতে রাসায়নিক ছিল বলে স্থানীয়দের আশঙ্কা। পাঁচিলের ওপারে জনবসতি। ফলে আতঙ্ক ছড়ায়। দমকল কর্মীরা এসে জল দিতেই আগুনের তীব্রতা বেড়ে যায়। এরপর ফোম ছড়িয়ে একঘণ্টায় চেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকলের ৫টি ইঞ্জিন। ট্য়াঙ্কারে কী ধরনের রাসায়নিক ছিল এবং পরিত্যক্ত কারখানায় কীভাবে আগুন ছড়াল, তা খতিয়ে দেখছে দমকল। 


এদিকে, সকালে চিৎপুর বাজারে একটি পোশাকের দোকানে আগুন লাগে। একে ঘিঞ্জি এলাকা, তার ওপর বাজারে প্রচুর লোকজন। ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিরাপদ জায়গায় তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর দমকলের দুটি ইঞ্জিন কিছুক্ষণের মধ্য়েই আগুন নিভিয়ে ফেলে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।   


আরও পড়ুন, হাই সিকিউরিটি জোনে হাড়হিম খুন? আর জি কর-কাণ্ডের পর এবার কৃষ্ণনগরেও ক্রাইম সিন নিয়ে প্রশ্ন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে