উজ্জ্বল মুখোপাধ্যায়, নয়াদিল্লি: দীর্ঘ ২২ বছর পরে নির্বাচন (election)। এর মাধ্যমেই ঠিক হবে সর্বভারতীয় কংগ্রেসের (congress) সভাপতি (president) কে হতে চলেছেন? গাঁধী (gandhi family) পরিবারের বাইরে অন্য কার হাতে চলেছে দলের রাজপাট? নির্বাচনের জন্য প্রস্তুত কংগ্রেস সদস্য়রা (congress)। বেলা একটু গড়াতেই ভোট দিলেন সনিয়া গাঁধী। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট চলার কথা।
কী হয়েছে?
শশী তারুর না মল্লিকার্জুন খাড়গে? দ্য গ্র্যান্ড ওল্ড পার্টির সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু। দিল্লিতে এআইসিসি-র সদর দফতরে ভোট দিয়েছেন সনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, অশোক গহলৌত-সহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা। দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী-সহ ৪০ জন প্রতিনিধি ভোট দেবেন ভারত জোড়ো ক্যাম্পের বুথে। কলকাতার বিধানভবনে ভোট দিয়েছেন প্রদেশ কংগ্রেস অধ্যক্ষ অধীররঞ্জন চৌধুরী। বুধবার ফল ঘোষণা। সেদিনই জানা যাবে, দু’ দশক পরে গান্ধী পরিবারের বাইরে কার হাতে যাবে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের রাশ। এদিকে মল্লিকার্জুন খাড়গেকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ট্যুইটারে তিনি লেখেন, 'আজ কংগ্রেসের সভাপতি নির্বাচনে খাড়গেজিকে ভোট দেওয়ার জন্য প্রতিটি কংগ্রেস ভোটারের কাছে আবেদন জানাচ্ছি। খাড়গেজি প্রবীণ ও অভিজ্ঞ নেতা। লোকসভায় কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত, সভাপতি হয়ে উনি কংগ্রেসকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যাবেন।'
যা দেখা গেল...
কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গাঁধী বলেন, 'এই দিনটার জন্য আমি বহু সময় ধরে অপেক্ষা করছি।' নতুন সভাপতি নির্বাচন করবেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রায় ৯ হাজার প্রতিনিধি। সোমবারের ভোট নিয়ে রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গহলৌত বলেন, ' আজ একটি ঐতিহাসিক দিন। প্রায় ২২ বছর পর কংগ্রেস সভাপতি পদে নির্বাচন হচ্ছে। এতে দলের অভ্যন্তরীণ ঐক্যের বার্তা যাবে। ১৯ অক্টোবরের পরও আমার সঙ্গে গাঁধী পরিবারের সম্পর্ক একই রকম থাকবে।' কার্যত এক প্রতিক্রিয়া আসে কর্নাটকে প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের থেকেও। তিনি বলেন, 'কংগ্রেস দলের জন্য ঐতিহাসিক দিন। এখানে আজ ৫৯০ জন ভোট দিচ্ছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এর থেকে দেশের উন্নতি হবে।' সভাপতি পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী শশী তারুর বলেন, 'কংগ্রেসের পুনরুজ্জীবন শুরু হচ্ছে। খাড়্গেকেও বলেছি, যা-ই হোক, আমরা সতীর্থ থাকব।'
আরও পড়ুন:সৌরভ বাদ কোন উদ্দেশ্যে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর