নয়াদিল্লি: ইএমআই স্থগিতের পরেও ব্যাঙ্কের সুদ আদায়-মামলায় কেন্দ্র ও ব্যাঙ্ককে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, ‘এনপিএ-তে হাজার হাজার কোটি ছাড়। কিন্তু কয়েক মাসের সুদ মকুব করা যাচ্ছে না? ব্যাঙ্ক ও গ্রাহকের বিষয় বলে দায় ঝাড়তে পারে না কেন্দ্র।’
বিচারপতি অশোকভূষণ, বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও বিচারপতি এমআর শাহের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চের মতে, কেন্দ্র যদি মকুব ঘোষণা করে থাকে, তাহলে এটা নিশ্চিত করতে হবে যে, তার সুফল যেন গ্রাহকরা পান। নিশ্চিত করতে হবে যে, ছাড়ের সুবিধা যেন ঠিকমতো প্রদান করা হয়।
অন্যদিকে, ব্যাঙ্ক পাল্টা যুক্তি দিয়ে জানায়, ‘ঋণের সুদ না নিলে খারাপ প্রভাব পড়বে। গ্রাহকদের জমার উপর চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হচ্ছে’।
গ্রাহককে প্রকৃত সুবিধা দেওয়ার বিষয়টি কেন্দ্র এবং রিজার্ভ ব্যাঙ্ককে বিবেচনা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।মামলার পরবর্তী শুনানি অগাস্টের প্রথম সপ্তাহে।