নয়াদিল্লি: পাকিস্তান কি ২০১৬-র সার্জিক্যাল হামলার স্মৃতি মুছে ফেলতে পারছে না? সেই স্মৃতি দুঃস্বপ্নের মতো আজও তাড়া করে বেড়াচ্ছে পাকিস্তানি নেতা-মন্ত্রীদের? পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আবুধাবিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবারের করা মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলছে। দুদিনের সংযুক্ত আরব আমিরশাহি সফররত কুরেশির দাবি, তাঁর কাছে বিশ্বাসযোগ্য খবর আছে যে, ভারত পাকিস্তানের ওপর আরেকটা সার্জিকাল হামলা চালানোর ছক করছে! সেইসঙ্গে তিনি বলেন, ভারত সামরিক অভিযানের লক্ষ্যে এগনোর ব্যাপারে তার সঙ্গীসাথীদের সম্মতি নেওয়ার চেষ্টা করছে।
তাঁকে উদ্ধৃত করে পাকিস্তানের ডন ডট কম বলেছে, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটেছে। আমাদের গুপ্তচর সংস্থা সূত্রে জানতে পেরেছি যে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সার্জিকাল হামলার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ শক্তিগুলির কাছ থেকে পরোক্ষে সম্মতি নেওয়ার চেষ্টাও করছে যাদের ওরা শরিক বলে মনে করে।
কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে দি ডন জানিয়েছে, ভারতীয় বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কার মুখে পাকিস্তানি সেনাবাহিনীকে চূড়ান্ত সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬-র ২৯ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সার্জিকাল হামলা চালিয়েছিল পাকিস্তানে। সেই মাসেই জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতীয় সেনাবাহিনীর ওপর হামলা করে। ১৯ জন ভারতীয় সেনা জওয়ান নিহত হন। তার জবাবেই সার্জিকাল স্ট্রাইক হয়। ২০১৯ এর ২৬ ফেব্রুয়ারি ফের ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভিতরে ঢুকে বিমান হামলা চালায়। ১৪ ফেব্রুয়ারি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা পুলওয়ামায় বিস্ফোরকভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। মারা যান ৪০ জন সিআরপিএফ জওয়ান। তারই বদলা নেয় ভারত।