মুম্বই: এবার সুশান্তর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সূত্রের খবর, প্রথমে সুশান্তর বোন মিতু সিংহকে তলব করেছে সিবিআই। পরে পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি, প্রয়াত অভিনেতার আরেক বোন প্রিয়ঙ্কা এবং বন্ধু সিদ্ধার্থকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই সুশান্তর বাবার বয়ান রেকর্ড করেছে সিবিআই। ৮ থেকে ১২ জুনের মধ্যে কী হয়েছিল? জানতে চাওয়া হয়েছে। রিয়ার দাবির সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি।
এদিকে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে আজ ফের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই নিয়ে পরপর তিনদিন সিবিআই জেরার মুখে রিয়া।
গত দুদিনে মোট ১৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিয়াকে। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন রিয়া ও তাঁর ভাই সৌভিক। সূত্রের খবর, গতকাল রিয়ার জবাবে সন্তুষ্ট হয়নি সিবিআই। যে কারণে, এদিন ফের তলব করা হয়।
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগ এনেছেন সুশান্তের পরিবার। মু্ম্বইয়ে পৌঁছনোর ৮ দিন পর ২৮ অগাস্ট রিয়াকে প্রথম তলব করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
সেদিন সান্তাক্রুজের ডিআরডিও গেস্টহাউসে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে( এখানেই রয়েছেন সিবিআই আধিকারিকরা)। টানা ১০ ঘণ্টা জেরা করা হয়।
সিবিআই সূত্রের তরফে জানা গিয়েছিল, সেদিন তাঁর বয়ান রেকর্ড করেছিলেন, সুশান্ত-মৃত্যু তদন্তে সিবিআই দলের ভারপ্রাপ্ত অফিসার নুপূর প্রসাদ। পরের দিন ২৯ অগাস্ট টানা ৭ ঘণ্টা জেরা করেন তদন্তকারী অফিসাররা।
শনিবার যদিও নির্ধারিত সময়ের থেকে বেশকিছুটা দেরিতে সিবিআইয়ের সামনে পৌঁছন তিনি। সকাল সাড়ে দশটার বদলে দুপুর দেড়টা নাগাদ পৌঁছন।
তাঁর বাড়ির সামনে সাংবাদিকরা জড়ো হওয়ার ফলেই তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না বলে জানিয়েছিলেন রিয়া। শেষ পর্যন্ত মুম্বই পুলিশের গাড়িতে চেপে তদন্তকারীদের সামনে হাজির হন প্রয়াত সুশান্তের বান্ধবী।
রিয়াই সুশান্তকে মাদকাসক্ত করে তুলেছিলেন বলে অভিযোগ উঠেছে। যদিও রিয়া নিজে জানিয়েছেন, সুশান্ত সিংহ রাজপুত মারিজুয়ানার মতো মাদক নিতেন। তিনি বরং সেই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করেছিলেন। রিয়ার বিরুদ্ধে সুশান্তের কোটি কোটি টাকা তছরূপের অভিযোগের তদন্ত করছে ইডি।