নয়াদিল্লি: ভারতে ভয়ঙ্কর করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল এখনও পর্যন্ত সব অঙ্ক। ভারতে একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৮৩। যা ভারতের ক্ষেত্রে রেকর্ড তো বটেই, সেইসঙ্গে বিশ্বরেকর্ডও। এই নিয়ে ২৮ দিন দৈনিক আক্রান্তের নিরিখে ভারত বিশ্বে সবার ওপরে।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ভারতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৮৩ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৭৮ হাজার ৩৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৭ জন।


এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৩৭৬ জনের। একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৪৫।


এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৫৮৪ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৬২ হাজার ২৬ জন।


দৈনিক সংক্রমণের নিরিখে ভারত ২৮ দিন ধরে বিশ্বে সবার ওপরে। ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় ৮৪ হাজার, সেখানে ব্রাজিলে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৯৩৪। আমেরিকায় ওই সংখ্যা ৩৯ হাজার ৭৬৭।