মুম্বই: সুশান্ত সিং রাজুপুতের মৃত্যুর তদন্তে রিয়া চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল পৌনে ১১টা থেকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। চার ঘণ্টা পার হওয়ার পরও, ইডি দফতরেই রয়েছেন রিয়া।


একইসঙ্গে এদিন অভিনেত্রীর ভাই সৌভিককেও জিজ্ঞাসাবাদ করে ইডি। বয়ান রেকর্ড করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।


এদিকে, নবি মুম্বইয়ে সুশান্ত-রিয়া-সৌভিকের সংস্থায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত করছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, ‘বছরে রিয়ার আয় ১০ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে। আয়কর রিটার্নের নথিতে এমনই উল্লেখ করছেন রিয়া।


সেখানে মুম্বইয়ের খারে অঞ্চলে রিয়া যে ফ্ল্যাট কিনেছেন, তার দাম ৭৬ লক্ষ টাকা। ইডি সূত্রের দাবি, এমনকী, ফ্ল্যাট কেনার কথা উল্লেখ নেই আয়কর রিটার্নে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে আরও জানা গিয়েছে, জেরায় রিয়া দাবি করেছেন, ফিল্ম থেকে পাওয়া টাকায় ফ্ল্যাট কিনেছেন তিনি।

অন্যদিকে, রিয়ার কল রেকর্ড পরীক্ষা করে দেখা গিয়েছে, সুশান্তের থেকে তিনি প্রয়াত অভিনেতার ম্যানেজারকে বেশি বার ফোন করেছিলেন। পাশাপাশি রেকর্ড বলছে, ২১ জুন-১৮ জুলাইয়ের মধ্যে রিয়ার সঙ্গে মুম্বই পুলিশের ডিসিপি অভিষেক ত্রিমুখীর ৪ বার ফোনে কথা হয়েছে।


প্রসঙ্গত, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তের সূত্রে আজ ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এর আগে ইডি তাঁকে ডেকে পাঠালেও প্রথমে তিনি দিন পিছোনোর জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ইডি। তারপরই ইডি দফতরে যান রিয়া। তাঁর ও সুশান্তের আর্থিক বিষয়টি নিয়ে তদন্ত করছে ইডি।


ইতিমধ্যেই ইডি আর্থিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আজই ডেকে পাঠায় সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে। আগামীকাল ইডি ডেকে পাঠিয়েছে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিথানিকে।


ইতিমধ্যে ওই মামলায় বিহার পুলিশের তদন্তের বা এফআইআর দায়েরের এক্তিয়ার নেই বলে রিয়া চক্রবর্তী সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন, তার বিরোধিতা করেছে বিহার পুলিশ। সুপ্রিম কোর্টে বিহার পুলিশের তরফে হলফনামা দাখিল করে বলা হয়েছে, রিয়ার ওই আবেদন গ্রহণযোগ্য নয়। মামলায় বিহার পুলিশের তদন্তের এক্তিয়ার রয়েছে।


এরই মধ্যে সুশান্ত মৃত্যু রহস্যে নতুন মোড়। সূত্রের খবর, মুম্বই পুলিশের ফরেনসিক দল অভিনেতার মৃত্যুর দিন তাঁর ফ্ল্যাটে যাননি। ফরেনসিক দল ফ্ল্যাটে যায় সুশান্তের মৃত্যুর ২ দিন পর। সুশান্তের ডায়রির কয়েকটি পাতাও খোয়া গিয়েছে বলে সূত্রের দাবি। ডায়রির যে সব পাতা পাওয়া যাচ্ছে না, তাতে অভিনেতা কী লিখেছিলেন, তা নিয়ে এখন রহস্য দানা বাঁধছে।