কলকাতা: প্রকাশিত রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। এ বছর রাজ্য জয়েন্টে প্রথম রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের ছাত্র সৌরদীপ দাস।  দ্বিতীয় দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম ঘোষ।


রাজ্য জয়েন্টে তৃতীয় তথা মেয়েদের মধ্যে প্রথম ডিপিএস রুবি পার্কের পড়ুয়া শ্রীমন্তী দে। চতুর্থ সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র উৎসব বসু।

রাজ্য জয়েন্টে পঞ্চম দুর্গাপুরের ডিএভি মডেন্লস স্কুলের ছাত্র পূর্ণেন্দু সেন। ষষ্ঠ ডিপিএস রুবি পার্কের পড়ুয়া অঙ্কুর ভৌমিক।


রাজ্য জয়েন্টে সপ্তম গার্ডেন হাই স্কুলের ছাত্র সোহম সমাদ্দার। অষ্টম বেহালা আর্য বিদ্যামন্দিরের ছাত্র অরিত্র মিত্র।

রাজ্য জয়েন্টে নবম সল্টলেকের সেন্ট জোনস স্কুলের ছাত্র গৈরিক মাসকার এবং দশম রাজস্থানের কোটার লালবাহাদুর শাস্ত্রী স্কুলের ছাত্র অর্ক দত্ত।


এদিন দুপুর একটায় ভার্চুয়াল বৈঠকে ফল ঘোষণা করা হয়। দুপুর আড়াইটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ করা হয়। তখন থেকে ফল ডাউনলোড করা যাচ্ছে।


এবার জয়েন্ট দেন ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৩০ হাজার আসনের বেশি আসনে ভর্তি নেওয়া হবে। গত ২ ফেব্রুয়ারি এবারের জয়েন্টের পরীক্ষা হয়। ৬ মাস পরে ফল ঘোষণা হচ্ছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI