সুশান্ত মৃত্যু- সিবিআই তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সুব্রহ্মণ্যম স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2020 11:28 AM (IST)
ইস্কারান সিংহ ভাণ্ডারীর সঙ্গে মিনিটদশেকের একটি ভিডিও বুধবার পোস্ট করেন স্বামী। সেখানে ব্যাখ্যা করেন, কেন সুশান্তের জন্য বিচার চেয়ে সরব হয়েছেন তিনি। তাঁর কথায়, গণতন্ত্র মানে প্রতিষ্ঠানগুলিকে সম্মান করা।
নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিজেপি রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। চিঠিতে স্বামী লিখেছেন, আমি নিশ্চিত, আপনি অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যু সম্পর্কে জানেন। আমার সহকারী আইনজীবী ইস্কারান ভাণ্ডারী তাঁর তথাকথিত আত্মহত্যা নিয়ে গবেষণা করেছেন। মহারাষ্ট্র সরকারের বহু নামীদামী মুখের দাবি, রাজপুত আত্মহত্যা করেছেন। তাই আমার আশঙ্কা, হয়তো মুম্বই পুলিশ এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করবে না। আপনি ভারত সরকারের প্রধান, সঙ্কটে পরা নিরপরাধদের প্রতি আপনার সহমর্মিতা সর্বজনবিদিত। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, সরাসরি বা মহারাষ্ট্রের রাজ্যপালের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্ত করানোর জন্য নির্দেশ দিন। তাঁর বক্তব্য, করোনা নিয়ে মুম্বই পুলিশ এমনিতেই অত্যন্ত ব্যস্ত, এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে তাঁদের। তাই এই মামলায় জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা যখন প্রশ্নের মুখে পড়েছে, তখন তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক তদন্তের জন্য। আপনার পরামর্শ পেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিশ্চয়ি সিবিআই তদন্তে অরাজি হবেন না। ইস্কারান সিংহ ভাণ্ডারীর সঙ্গে মিনিটদশেকের একটি ভিডিও বুধবার পোস্ট করেন স্বামী। সেখানে ব্যাখ্যা করেন, কেন সুশান্তের জন্য বিচার চেয়ে সরব হয়েছেন তিনি। তাঁর কথায়, গণতন্ত্র মানে প্রতিষ্ঠানগুলিকে সম্মান করা। মৌলিক প্রতিশ্রুতি হল, কারও প্রতি কোনও অবিচার হবে না। যে গঠনতন্ত্র মানুষের বিশ্বাস অর্জন করেছে, স্বচ্ছতাকে গুরুত্ব দিয়েছে- তাই প্রকৃত গণতন্ত্র।