ভিডিওয় দেখা যাচ্ছে, সুশান্ত বলছেন, স্কুল কলেজে যে যত দারুণ শাহরুখ খানের অভিনয় করে দেখায়, সে মেয়েদের কাছে তত এলিজিবল ব্যাচেলরের শিরোপা পায়। শাহরুখের কাছ থেকে তিনি অনুমতি চান, তাঁর মত অভিনয় করে দেখানোর জন্য। শাহরুখ বলেন, হ্যাঁ হ্যাঁ কর, আমি দেখছি। এরপর সুশান্ত যেই অভিনয় শেষ করেন, এসআরকে এসে তাঁকে জড়িয়ে ধরেন।
সুশান্ত তাঁর ছবি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী প্রমোট করতে শাহরুখ খানের সব সে সেয়ানা কওন শো-তে এসেছিলেন। তিনি বলেছিলেন, ছবি দেখা শুরু করার পর থেকে তিনি শাহরুখ খানের ফ্যান। তাঁর সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে তিনি বলেছিলেন যে তাঁর অটোগ্রাফ নেওয়ার জন্যই প্রথমবার ছবির সেটে যান তিনি।