পুরী: করোনা আবহে আজ রথযাত্রা। পুরীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই শুরু হয়েছে প্রস্তুতি। সাজানো হয়েছে রথ। সেজে উঠেছে মন্দির। তবে প্রতিবছরের মতো এবার সমুদ্র শহর পুরীতে দেখা যাবে না ভিড়ের পরিচিত ছবি। রথযাত্রাকে কেন্দ্র করে আগামীকাল দুপুর ২টো পর্যন্ত পুরী শহরে শাটডাউন।
প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ প্রথমে পহণ্ডি৷ মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথে নিয়ে আসাকে স্থানীয় ভাষায় পহন্ডি বলে৷ পহণ্ডির পর তিন বিগ্রহকে ইতিমধ্যেই রথে তোলা হবে।
করোনা আবহে এবছর সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে রথযাত্রা পরিচালনা করতে হবে। মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা। পুরীর সমস্ত প্রবেশ পথ বন্ধ রাখতে হবে। কার্ফু চলাকালীন বাড়ি, হোটেল বা লজের বাইরে বেরোনো যাবে না। এক একটি রথের রশিতে ৫০০ জনের বেশি টান দিতে পারবেন না। দুটি রথের যাত্রার মধ্যে অন্তত ১ ঘণ্টা বিরতি দিতে হবে। যাঁরা রথ টানবেন, তাঁদের প্রত্যেকের আগে করোনা পরীক্ষা করাতে হবে। নেগেটিভ হলে, তবেই রথযাত্রায় অংশ নিতে পারবেন। কারা রথযাত্রায় অংশ নিচ্ছেন, তাঁদের কোভিড টেস্ট ও মেডিক্যাল রিপোর্ট-এর তথ্য রাখতে হবে সরকারকে।
শর্তসাপেক্ষে আজ পুরীর রথযাত্রা, রথের রশি টানছেন করোনা নেগেটিভ সেবায়েতরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2020 08:27 AM (IST)
রথযাত্রার সময়ে পুরীতে কার্ফু। সড়ক, রেল, বিমান বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের। বেরোনো যাবে না বাড়ি, হোটেল থেকে। রথের রশি টানবেন করোনা নেগেটিভ সেবায়েতরা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -